মানবাধিকার নিয়ে ‘প্রোপাগান্ডা’! পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি জানিয়ে জেনেভায় তীব্র কূটনৈতিক আক্রমণ ভারতের

জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের (UNHRC) ৬০তম অধিবেশনের ৩৪তম মিটিং-এ ভারত সরাসরি পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তীব্র কূটনৈতিক আক্রমণ শানাল। ভারতের কূটনীতিক মহম্মদ হুসেন পাকিস্তানকে উদ্দেশ করে স্পষ্ট বার্তা দেন যে, যারা অন্য দেশকে মানবাধিকারের শিক্ষা দিতে চায়, তাদের আগে নিজেদের দেশের সংখ্যালঘু নিপীড়ন মোকাবেলা করতে হবে।

ভারতের কড়া বক্তব্য: ‘মানবাধিকারের উপদেশ ব্যঙ্গাত্মক’
কূটনীতিক হুসেন বলেন, “ভারতের কাছে এটি অত্যন্ত ব্যঙ্গাত্মক যে, পাকিস্তান মানবাধিকার নিয়ে অন্য দেশকে উপদেশ দিচ্ছে। তাদের উচিত প্রচারণা ছড়িয়ে দেওয়ার পরিবর্তে নিজেদের মাটিতে সংখ্যালঘুদের প্রতি নির্যাতন বন্ধ করা।”

এই মন্তব্যের মাধ্যমে নয়াদিল্লি ইসলামাবাদকে চোখে আঙুল দিয়ে দেখাল যে, জম্মু ও কাশ্মীর নিয়ে অযথা মন্তব্য করার আগে পাকিস্তানের নিজেদের অভ্যন্তরীন মানবাধিকার পরিস্থিতি সামাল দেওয়া উচিত।

খাইবার পাখতুনখোয়াতে ২৪ নাগরিক নিহত, আন্তর্জাতিক উদ্বেগ
ভারতের এই কড়া বার্তা এমন এক সময়ে এলো, যখন পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতিও বেশ অস্থির। সম্প্রতি খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিমান হামলায় অন্তত ২৪ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন, যাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তীরাহ ভ্যালির মাতুর দারা এলাকায় বিমান হামলায় পাঁচটি বাড়ি ধ্বংস হয়েছে।

ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য মহম্মদ ইকবাল খান আফ্রিদি একটি ভিডিও বার্তায় বলেন, “বিমান হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সরকারের কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যর্থতার কারণে জনগণ ক্ষুব্ধ।”

সংখ্যালঘু নির্যাতন এবং সামরিক অভিযান নিয়ে রিপোর্ট
আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও দীর্ঘদিন ধরে পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। USCIRF-এর ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে ‘ভুল ধর্মীয় অভিযোগে’ ৭০০-এরও বেশি ব্যক্তি জেলে আছেন, যা গত বছরের তুলনায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও, বলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ফলে বহু মানুষ নিখোঁজ ও নিহত হচ্ছেন বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মী আরিফ আজাকিয়া।

UNHRC-এর মঞ্চ থেকে ভারত স্পষ্ট করে দিয়েছে যে, দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেক দেশের প্রধান দায়িত্ব। অন্যকে শিক্ষাদানের আগে নিজের দেশে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা অপরিহার্য।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy