দিল্লির মতো শহরে এক প্লেট ডাল, ভাত, রুটি আর সবজি খেতে গেলে পকেট থেকে অন্তত ৫০০ থেকে ২০০০ টাকা খসে যায়। আকাশছোঁয়া দুর্মূল্যের বাজারে দিনে দু’বেলা দু’মুঠো অন্ন সংস্থান করতে যেখানে নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠছে, সেখানে এক অভাবনীয় সুখবর নিয়ে এল দিল্লি সরকার। এবার মাত্র ৫ টাকা খরচ করেই পেট ভরে পুষ্টিকর খাবার খেতে পারবেন রাজধানীর হাজার হাজার মানুষ।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শ্রমজীবী ও দুস্থ পরিবারগুলির জন্য ১০০টি ‘অটল ক্যান্টিন’ (Atal Canteen) চালুর কথা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার থেকেই দিল্লির আরকে পুরম, জঙ্গপুরা, শালিমার বাগ, গ্রেটার কৈলাস, রাজৌরি গার্ডেন, নরেলা এবং বাওয়ানা-সহ মোট ৪৫টি স্থানে এই ক্যান্টিনের দরজা খুলে দেওয়া হয়েছে। বাকি ৫৫টি ক্যান্টিনও খুব দ্রুত চালু করা হবে বলে জানানো হয়েছে।
এই ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে মিলবে পর্যাপ্ত পরিমাণ চাল, ডাল, রুটি, মরসুমি সবজি এবং আচার। প্রতিদিন প্রতিটি ক্যান্টিন থেকে অন্তত ৫০০ জনকে খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। খাবারের সময়সূচিও অত্যন্ত সুবিধাজনক— দুপুর ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মিলবে লাঞ্চ এবং সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত পাওয়া যাবে রাতের খাবার।
স্বচ্ছতা বজায় রাখতে ম্যানুয়াল কুপনের বদলে ডিজিটাল টোকেন সিস্টেম চালু করা হয়েছে। এছাড়া পুরো প্রক্রিয়ার ওপর নজরদারি চালাতে ‘দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড’ (DUSIB) ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রিয়েল টাইম মনিটরিংয়ের ব্যবস্থা করেছে। সরকারের এই মানবিক উদ্যোগ দিল্লির গরিব ও মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়েছে।