মাতৃভাবনায় পূর্ণ এক দিবস! সারদা মায়ের জন্মতিথিতে বেলুড় মঠে কী কী বিশেষ আয়োজন? ভক্তদের কী বার্তা দিলেন সঙ্ঘাধ্যক্ষ?

দুর্গাপুজোর পর ফের এক বড় উৎসবের আবহে সেজে উঠছে বেলুড় মঠ। পরমারাধ্যা শ্রী শ্রী সারদা মায়ের ১৭৩তম জন্মতিথি উপলক্ষে আগামী ২৫ অগ্রহায়ণ ১৪৩২, অর্থাৎ ১১ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) বেলুড় মঠে দিনব্যাপী বিশেষ পূজানুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে।

সংঘাধ্যক্ষ স্বামী গৌতমানন্দজী মহারাজ এক বিজ্ঞপ্তিতে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের আন্তরিক আহ্বান জানিয়েছেন যেন তাঁরা এই মহাতিথিতে বেলুড় মঠে উপস্থিত থেকে শ্রীশ্রীমায়ের আশীর্বাদ প্রার্থনা করেন এবং “সবান্ধব যোগদান করিয়া আনন্দবর্ধন করিবেন।”

উৎসবের বিস্তারিত নির্ঘণ্ট
বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে, জন্মতিথি উদযাপনের দিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে:

সময় অনুষ্ঠান স্থান
ভোর ৪:৪৫ মিনিট মঙ্গলারতি দিয়ে সূচনা শ্রীরামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ
ভোর ৫:৩০ মিনিট বেদপাঠ ও স্তবগান শ্রীরামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ
সকাল ৭:০০টা বিশেষ পুজো ও শ্রীশ্রীচণ্ডীপাঠ শ্রীরামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ
সকাল ৮:০০টা মাতৃ সঙ্গীত সভামণ্ডপ
সকাল ৯:০০টা – ৯:৪৫ মিনিট শ্রীশ্রীমায়ের কথা পাঠ সভামণ্ডপ
সকাল ১০:০০টা – দুপুর ২:৫০ মিনিট ভজন, কীৰ্ত্তন ও লীলাগীতি সভামণ্ডপ
দুপুর ১২:০০টা প্রসাদ বিতরণ মঠ প্রাঙ্গণ
বিকেল ৩:০০টা ধর্মসভা (সন্ন্যাসী ও ভক্তদের মাতৃভাবনায় অংশ) সভামণ্ডপ
সন্ধ্যা ৬:৩০ মিনিট সন্ধ্যারতি ও ভজন শ্রীশ্রীমায়ের মন্দির

অনুদান সংক্রান্ত বিশেষ সতর্কতা
বেলুড় মঠের পক্ষ থেকে ভক্তদের জানানো হয়েছে, অনুদান বা প্রণামী পাঠানোর সময় নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর, PAN ও ভোটার কার্ড নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

চেক বা ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে ‘রামকৃষ্ণ মঠ, বেলুড়’ নামে।

অনলাইন অনুদান গ্রহণ করা হবে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট https://donations.belurmath.org-এর মাধ্যমে।

মঠ কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করেছেন যে ডাক বা কুরিয়ারে নগদ অর্থ পাঠানো যাবে না।

মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা জানিয়েছেন, সারাবছর ভক্তদের ভিড় লেগে থাকলেও এই বিশেষ দিনগুলিতে ভক্ত সমাগম উপচে পড়ে। তাই এবারও আগে থেকে বাড়তি সতর্কতা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। দিনটি ভক্তি, প্রার্থনা ও মাতৃভাবনায় পূর্ণ এক দিবস হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy