মা হতে চলেছেন পরিণীতি চোপড়া? সন্তানের জন্ম নিয়ে যা বললেন রাঘব চাড্ডা!

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হতে চলেছেন – এমন গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল। বিমানবন্দর বা বিভিন্ন ফিল্মি পার্টিতে তাঁর ঢিলেঢালা পোশাক পরা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। এবার সেই গুঞ্জনে সরাসরি সিলমোহর দিলেন পরিণীতির স্বামী, কংগ্রেস নেতা রাঘব চাড্ডা। সম্প্রতি কপিল শর্মার শো-তে এসে রাঘব নিজেই এই ‘গোপন খবর’ ফাঁস করলেন।

ব্যাপারটি একটু বিশদে বলা যাক। সম্প্রতি পরিণীতি চোপড়ার সঙ্গে ‘কপিল শর্মা শো’-তে হাজির হয়েছিলেন রাঘব। সেখানে দাম্পত্য জীবন নিয়ে কপিলের মজার নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এই তারকা দম্পতি। ঠিক সেই সময়ই হঠাৎ করে রাঘব বলে ফেলেন, “চিন্তা নেই আপনাদের। খুব শীঘ্রই আমরা সুখবর দেব। যে খবর নিয়ে শোরগোল, সেই খবরই দেব!” রাঘবের মুখে আচমকা এমন কথা শুনে পরিণীতিও খানিকটা অবাক হয়ে যান। অন্যদিকে কপিল শর্মাও হেসে হেসে এই গুঞ্জনকে আরও উসকে দেন।

২০২৩ সালে এক জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন পরিণীতি ও রাঘব। বিয়ের পর থেকেই পরিণীতি মুম্বই ছেড়ে দিল্লিতে রাঘবের সঙ্গেই বসবাস করছেন। দিল্লিতেই তাঁদের সুখের সংসার। আর সেই সংসারেই এবার নতুন সদস্য আসার সুখবর দিলেন রাঘব, যা নিয়ে ভক্তমহলে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy