মরশুমের শীতলতম ভোর কলকাতায়! ১৪.৪ ডিগ্রিতে নামল পারদ, কুয়াশার চাদরে ঢাকা বাংলা

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জাঁকিয়ে শীত পড়ল রাজ্যে। রবিবার ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মরশুমের শীতলতম ভোরের সাক্ষী থাকল কলকাতা। শনিবারের পর রবিবারও টানা দ্বিতীয় দিন ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল গোটা বাংলা। বেলা বাড়লেও রোদ না ওঠায় দিনভর স্যাঁতস্যাঁতে ঠান্ডা অনুভূত হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ঝঞ্ঝার জেরে লাদাখ ও কার্গিলে ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে, যার প্রভাব পড়ছে সমতলেও।

কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ৬০০ মিটারে নামলেও অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বিমান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে পশ্চিমের জেলা— পুরুলিয়া, বীরভূম ও বর্ধমানে দৃশ্যমানতা ৫০ মিটারে নামার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদাতেও ঘন কুয়াশার দাপট থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা নেই এবং ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকে তাপমাত্রা আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy