“মমতা সরকার ধর্ষকদের রক্ষাকারী”-দুর্গাপুর কাণ্ডে শুভেন্দুর ‘বিস্ফোরক’ তোপ!

দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ড নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগড়ে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধর্ষকদের রক্ষাকারী।” শুভেন্দু আরও দাবি করেন, গণধর্ষণের ঘটনায় যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, সে দুর্গাপুর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের একজন চুক্তিভিত্তিক কর্মচারী এবং তৃণমূলের যুব নেতা।

প্রথম থেকেই এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে আসছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সোমবার তিনি দুর্গাপুরে নির্যাতিতা তরুণীর খোঁজ নিতে যান এবং তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রীকে রাজ্যের ‘বোঝা’ আখ্যা দেন এবং বলেন তাঁর জন্যই রাজ্যের এমন দশা। শুভেন্দুর মতে, এই রাজ্যে মহিলাদের জন্য কোনও সুরক্ষা নেই।

হাসপাতালে রাজ্যপাল ও ওড়িশা মহিলা কমিশনের দল

পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার বিকেলে হাসপাতালে যান রাজ্যপালও। তিনি নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস দেন। হাসপাতাল থেকে বেরিয়ে রাজ্যপাল বলেন, “যা ঘটেছে তা অত্যন্ত জঘন্য। এখন সময় এসেছে সকলকে একসঙ্গে দাঁড়িয়ে বলার, থামো, নাহলে আমরা এটা বন্ধ করে দেব। পরিবারকে ন্যায়বিচার দেওয়ার জন্য আমরা সবকিছু করব।” তিনি বাংলায় নব জাগরণের দাবি তোলেন, যাতে নারী সুরক্ষা প্রতিষ্ঠিত হয়।

এদিকে, নির্যাতিতার খোঁজ নিতে শোভনা মোহান্তির নেতৃত্বে ওড়িশার মহিলা কমিশনের একটি দলও বাংলায় আসে। তবে হাসপাতালে ঢোকার মুখে তাঁদের ‘বাধা’ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে, যার ফলে তাঁরা সরকারের বিরুদ্ধে তোপ দাগেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের যন্ত্রণা বুঝতে পারেন না বলেও অভিযোগ করেন।

আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত থাকার অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল, তাদের সকলকেই গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত সঠিকভাবে এগোচ্ছে।

তবে পুলিশের এই দাবি নিয়ে সন্তুষ্ট নয় বিরোধীরা। বিজেপি সহ সকল বিরোধী দল একযোগে অভিযোগ করেছে যে পুলিশকে তদন্তে বাধা দেওয়া হচ্ছে। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের ওপরও চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা সত্য প্রকাশ না করতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy