মন খারাপ নয়, হাসিমুখে বিদায়! ছেলের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল মল্লিক, জানালেন বিজয় দশমীর শুভেচ্ছা!

সারা বছর ছোটবেলার নস্টালজিয়া আর পারিবারিক উষ্ণতায় দুর্গাপূজা কাটাতে পছন্দ করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মল্লিক বাড়ির ঐতিহ্যবাহী পুজোয় এই কয়েকটা দিন যেন সকলে মিলে আবার ছোটবেলায় ফিরে যান। খুব স্বাভাবিক নিয়মেই মায়ের বিদায়বেলায় মন খারাপ সকলের।

তবে কোয়েল মল্লিক চিরকালই ভীষণ পজিটিভ মনোভাব নিয়ে থাকতে পছন্দ করেন। তাই মায়ের বিদায় বেলায় চোখে জল না এনে হাসিমুখেই সকলকে জানালেন বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা। আবার পরের বছর মায়ের আগমন হবে, এই আশায় বুক বেঁধেই জীবনে চলতে চান তিনি।

ছেলের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
বিজয়া দশমীর দিন ছেলে কবীর-এর সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা যায় কোয়েল মল্লিককে। এই দিন কবির পরেছিল একটি সাদা রঙের পাজামা পাঞ্জাবি। কোয়েল মল্লিক পরেছিলেন একটি লাল পাড় সাদা শাড়ি। সিঁথি ভর্তি সিঁদুরে কোয়েলকে দেখতে লাগছিল অপরূপা।

পূজোয় প্রথমবার প্রকাশ্যে মেয়ে ‘কাব্য’
এই বছর দুর্গাপুজো কোয়েল মল্লিকের জন্য আরও একটি বিশেষ কারণে ভীষণ স্পেশাল। কারণ, এই বছর পূজোয় তিনি নিজের মেয়েকে সর্বসম্মুখে এনেছিলেন। মহা সপ্তমীর দিন ছেলের পাশাপাশি মেয়েকে নিয়ে আসেন পুজোর মণ্ডপে।

নাম: কোয়েল মেয়ের নাম রেখেছেন কাব্য।

সপ্তমীর সাজ: সপ্তমীর দিন ধূসর শাড়িতে সেজে উঠেছিলেন নায়িকা। স্বামী নিসপাল সিং রানে-কে নীল পাঞ্জাবিতে দেখা যায়। কবীরের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি আর হলুদ রঙের লহেঙ্গায় দেখা মেলে খুদে কাব্যর।

সেদিন তিনটি ছবি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়ে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘শুভ মহাসপ্তমী।’ সেখানে স্বামী, ছেলে ও মেয়েকে নিয়ে পার্বতীর মতো নিজের বাড়িতে হাজির হয়েছিলেন কোয়েল।

নতুন ছবি ‘স্বার্থপর’
অভিনয় জীবনের প্রসঙ্গে বলতে গেলে, খুব সম্প্রতি কোয়েল মল্লিক অভিনীত ‘স্বার্থপর’ ছবির মোশন পোস্টার মুক্তি পেয়েছে। ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এনে কোয়েল ক্যাপশনে লেখেন, ‘রক্ত মানেই কি আপন?’ প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে, এই ছবিটি ভাই-বোনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব এবং বিবাদের গল্প নিয়ে তৈরি হতে পারে। এটি কোনও বিনোদনমূলক ছবি নয় বরং একটি শিক্ষামূলক ছবি হতে চলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy