দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে আয়োজিত বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছাল। এদিন সভার শুরু থেকেই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সভা ভন্ডুল করতে পুলিশ বিভিন্ন জায়গায় কর্মী-সমর্থকদের বাধা দিয়েছে। রাজ্য পুলিশের এই ভূমিকার তীব্র সমালোচনা করে শুভেন্দু বলেন, প্রশাসন এখন শাসকদলের দাসে পরিণত হয়েছে।
সভা থেকে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এসআইআর (SIR) নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। শুভেন্দুর দাবি, এসআইআর-এর নামে অনেক প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং তালিকায় অস্বচ্ছতা রাখা হচ্ছে। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, চুরির টাকা আর পুলিশি ক্ষমতা দিয়ে ২০২৬-এর নির্বাচনে বৈতরণী পার হওয়া যাবে না। বিজেপি এই দুর্নীতির বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে বলে তিনি হুঁশিয়ারি দেন।