ভোটের আগেই কি থমকাল লক্ষ্মীর ভাণ্ডার? ৭০০০ উপভোক্তার টাকা বন্ধের অভিযোগে উত্তাল আদালত!

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে এবার নজিরবিহীন আইনি লড়াই। গত ৬ মাস ধরে প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পূর্ব মেদিনীপুরের ময়নার কয়েক হাজার মহিলা। বকেয়া টাকা এবং প্রকল্প পুনরায় চালু করার দাবিতে দায়ের করা হয়েছে একটি জনস্বার্থ মামলা।

সাত হাজার উপভোক্তার হাহাকার

অভিযোগের তির ময়না বিধানসভার বাকচা ও গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার দিকে। এই দুটি পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে। স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে গত ৬ মাস ধরে এই এলাকার সাত হাজারেরও বেশি উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে রাখা হয়েছে। বারংবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়েছেন তারা।

আদালতে জনস্বার্থ মামলা

বাকচা এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্যা সুনীতা মণ্ডল সাউ এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, কেবল একটি নির্দিষ্ট দলের সমর্থক বা নির্দিষ্ট এলাকার বাসিন্দা হওয়ার কারণে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে সাধারণ মহিলাদের। এটি সরাসরি মৌলিক অধিকারের পরিপন্থী।

রাজনৈতিক চাপানউতোর

সামনেই বড় নির্বাচন, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া নিয়ে ময়নায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, শাসক দলের পক্ষ থেকে সুকৌশলে বিরোধী প্রধানাধীন এলাকাগুলোতে প্রকল্পের সুবিধা আটকে দেওয়া হচ্ছে। যদিও প্রশাসনের তরফে এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।

কলকাতা হাইকোর্ট এই মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারকে কী নির্দেশ দেয়, এখন সেদিকেই তাকিয়ে ময়নার কয়েক হাজার দুস্থ পরিবার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy