জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক বুথ লেভেল অফিসার (BLO)-এর দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বিএলও-র নাম শান্তিমুনি এক্কা, বয়স ৪৮ বছর। তিনি পেশায় আইসিডিএস কর্মী ছিলেন এবং রাঙামাটি গ্রামপঞ্চায়েতের ২০/১০১ বুথের বিএলও-র দায়িত্বে ছিলেন।
পরিবারের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ সংশোধনের (SIR – Special Intensive Revision) কাজের চাপ সহ্য করতে না পেরেই শান্তিমুনি এক্কা আত্মহত্যা করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, হিন্দিভাষী এলাকায় বাংলায় এসআইআর-এর এনুমারেশন ফর্ম পূরণে তিনি সমস্যায় পড়েছিলেন। এই কাজের বোঝা এবং চাপ সামলাতে না পেরেই তিনি নিজের জীবন শেষ করে দিয়েছেন বলে পরিবারের সদস্যদের দাবি।
এই ঘটনাটি মালবাজার এলাকায় গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।