ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্র ব্যবহারের বৈধতা নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই বিতর্কিত শংসাপত্রগুলি নিয়ে নির্বাচন কমিশনকে আগামী সাত দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশন তাদের সিদ্ধান্তের কথা মামলাকারীকে জানাবে।
উল্লেখ্য, এর আগে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০-পরবর্তী ওবিসি শংসাপত্রগুলি বাতিল করেছিল। মামলাকারীর দাবি, হাইকোর্টের সেই রায় মেনে এসআইআর প্রক্রিয়ায় এই ১৪ বছরের কোনও শংসাপত্র নথি হিসেবে গ্রহণ করা যাবে না। বর্তমানে রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুনানি ও নথি যাচাই চলছে, যেখানে জাতিগত শংসাপত্র অন্যতম প্রধান নথি। যদিও বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তবুও হাইকোর্টের এই নতুন নির্দেশ নির্বাচন কমিশনের ওপর বড় চাপ সৃষ্টি করল বলে মনে করছে আইনজ্ঞ মহল।