দেশজুড়ে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় ভোটার পুনরীক্ষণ (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া শুরু হতেই পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে চরম রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিশেষত, আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় এই প্রক্রিয়াকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস (TMC) এবং নির্বাচন কমিশনের (ECI) মধ্যে তীব্র সংঘাত তৈরি হয়েছে।
‘রক্তে হাত’ এবং ৪০ জনের মৃত্যুর অভিযোগ:
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে সরাসরি অভিযোগ তুলেছে যে, SIR প্রক্রিয়ার চাপ ও অব্যবস্থার কারণে বাংলায় বুথ লেভেল অফিসার (BLO) সহ প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন-এর নেতৃত্বে তৃণমূল প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (CEC)-এর বিরুদ্ধে এই মর্মে গুরুতর অভিযোগ এনে বলেছে, “কমিশনের হাতে রক্ত লেগে আছে।” যদিও কমিশন এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
২০২২ সালের তালিকার উপর ভিত্তি করে SIR! কেন বিতর্ক?
বিতর্কের মূল কারণগুলির মধ্যে একটি হল— কেন এই পুনরীক্ষণ প্রক্রিয়া ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিলনের ভিত্তিতে শুরু করা হচ্ছে। এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। হাইকোর্ট এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে হলফনামা চেয়েছে। তৃণমূলের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে ‘পরিকল্পিতভাবে’ বাদ দেওয়ার চেষ্টা চলছে, যা নির্বাচনী গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।
কমিশনের পাল্টা হুঁশিয়ারি:
অন্যদিকে, নির্বাচন কমিশন তৃণমূলকে BLO-দের ভয় দেখানো বা প্রভাবিত করা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করাই SIR-এর প্রধান লক্ষ্য।
পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের আগে এই ভোটার তালিকা সংশোধনের বিতর্ক রাজ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।