বাংলার রাজনৈতিক ময়দানে এবার ‘ডিজে’ নিয়ে শুরু হলো জোরদার লড়াই। বিজেপিকে রোখার দাওয়াই দিতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক বিতর্কিত পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বিজেপিকে শিক্ষা দিতে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজানো উচিত। অভিষেকের এই মন্তব্যের পালটা দিয়ে এবার আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কী বলেছিলেন অভিষেক? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, বিজেপি বিশেষ করে রামনবমীর মতো দিনগুলোতে ডিজে বাজিয়ে সংস্কৃতি কলুষিত করে। এর পালটা দিতে তিনি কর্মীদের পরামর্শ দেন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজিয়ে গেরুয়া শিবিরকে জবাব দিতে।
সুকান্তর কড়া পালটা অভিষেকের এই মন্তব্যকে বিন্দুমাত্র রেয়াত করেননি সুকান্ত মজুমদার। তিনি সাফ বলেন, “তৃণমূল নেতা যা বলছেন তা আমাদের সংস্কৃতির পরিপন্থী। বিজেপি ডিজে বাজায় বলে ওনার খুব কষ্ট হচ্ছে? ভোটটা আসতে দিন, ভাইপোকে ওই ডিজেতেই নাচ করাব।” সুকান্তর এই ‘ভাইপো’ কটাক্ষ এবং নাচের চ্যালেঞ্জ ঘিরে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সুকান্ত আরও মনে করিয়ে দেন যে, রবীন্দ্রসঙ্গীতকে এভাবে ব্যবহার করার পরামর্শ দিয়ে অভিষেক আদতে বাঙালির আবেগ এবং সংস্কৃতিকেই অপমান করছেন।