ভিসা যুদ্ধে ভারত-বাংলাদেশ! চট্টগ্রামের পাল্টায় দিল্লি ও আগরতলায় বন্ধ বাংলাদেশের ভিসা কেন্দ্র

ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা সংক্রান্ত টানাপড়েন এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতার জেরে গত রবিবার নিরাপত্তার খাতিরে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় দিল্লি। এর ২৪ ঘণ্টার মধ্যেই পালটা পদক্ষেপ নিল ঢাকাও।

সোমবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ঘোষণা করেছে যে, অনিবার্য কারণে সেখানে সব ধরনের কনস্যুলার ও ভিসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। কেবল দিল্লি নয়, একই সাথে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকেও ভিসা প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূটনৈতিক মহল এই পদক্ষেপকে দিল্লির প্রতি ঢাকার ‘ক্লিয়ার মেসেজ’ বা পালটা চাল হিসেবেই দেখছে।

যদিও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পূর্ণোদ্যমে পরিষেবা শুরু হবে। বর্তমানে ঢাকা, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভারতীয় ভিসা কেন্দ্রগুলি চালু থাকলেও চট্টগ্রামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ১৮-১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের প্রবেশপথে হামলার জেরেই এই কঠোর সিদ্ধান্ত নেয় ভারত। দুই দেশের এই রশি টানাটানিতে এখন চরম দুর্ভোগের মুখে পড়েছেন চিকিৎসা ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী কয়েক হাজার সাধারণ নাগরিক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy