ভাসুরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্বামীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে নৃশংসভাবে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুভদ্রাপাঠ এলাকায়। অভিযোগ উঠেছে যে স্ত্রী রুমা দোলাই তার ভাসুর সঞ্জয় দোলাইয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পথের কাঁটা স্বামীকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন। এই ঘটনার জেরে স্বামীর মৃত্যু হয়েছে এবং পরিবারের অন্যান্য সদস্যরাও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে গোপীবল্লভপুরের রুমা দোলাইয়ের সঙ্গে ডেবরার বুদ্ধদেব দোলাইয়ের প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। পরিবারের দাবি, সম্প্রতি রুমা তার ভাসুর সঞ্জয় দোলাইয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এই বিষয়টি বুদ্ধদেব জানতে পেরে প্রতিবাদ করলে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় এক মাস ধরে অশান্তি চলছিল।

পুলিশ সূত্রে খবর, এরপরই রুমা ও সঞ্জয় গোটা পরিবারকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন। প্রায় দশ দিন আগে, রুমা রান্না করা ভাতে বিষ মিশিয়ে পরিবারের সবাইকে খেতে দেন। সেই দিন তিনি নিজে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাদের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় বুদ্ধদেবকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়, যেখানে বুধবার রাতে তার মৃত্যু হয়। পরিবারের বাকি সদস্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বুদ্ধদেবের প্রাণ বাঁচানো যায়নি।

বুদ্ধদেবের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ডেবরা থানার পুলিশ রুমা দোলাই এবং সঞ্জয় দোলাইকে গ্রেফতার করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy