ফের কি কোভিডের মতো আতঙ্ক ফিরছে? ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়তেই নড়েচড়ে বসেছে এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, নেপাল এবং তাইওয়ানের মতো দেশগুলি তাদের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে কড়া স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং শুরু করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া যাত্রীদের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।
আসল পরিস্থিতি কী? সম্প্রতি পশ্চিমবঙ্গের পাঁচজনের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়। তবে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) অভয় দিয়ে জানিয়েছে, এটি কোনো বড় প্রাদুর্ভাব নয়। মূলত কেরলের কোঝিকোড় ও মালাপ্পুরম জেলাতেই এটি সীমাবদ্ধ ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।
পশ্চিমবঙ্গের ছবিটা ঠিক কী? সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডঃ সায়ন চক্রবর্তী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে পাঁচজন আক্রান্ত হওয়ার খবরটি সঠিক নয়। এখনও পর্যন্ত মাত্র দু’টি নিশ্চিত সংক্রমণের ঘটনা সামনে এসেছে, যা বারাসাতে শনাক্ত হয়েছে। আক্রান্ত দু’জনই পেশায় স্বাস্থ্যকর্মী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একে অপরের সংস্পর্শে আসার কারণেই সংক্রমণটি ছড়িয়েছে।
আন্তর্জাতিক সতর্কতা: ১. থাইল্যান্ড: সুবর্ণভূমি ও ফুকেট বিমানবন্দরে কোভিড আমলের কড়া নিয়ম ফিরেছে। পশ্চিমবঙ্গ থেকে আসা যাত্রীদের জ্বরের পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ২. নেপাল: কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ও ভারতের সঙ্গে স্থল সীমান্তগুলোতে বিশেষ হেলথ ডেস্ক স্থাপন করা হয়েছে। ৩. তাইওয়ান: নিপা ভাইরাসকে ‘ক্যাটাগরি ৫’ রোগের তালিকাভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
নিপা ভাইরাস মূলত বাদুড় বা শূকর থেকে ছড়ালেও, মানুষের সংস্পর্শেও এটি প্রাণঘাতী হতে পারে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন।