ভারতীয় সেনার নয়া অস্ত্র ‘ড্রোন বাহিনী’! আকাশপথে শত্রু দমনে আসছে ভয়ঙ্কর কামিকাজে ও সোয়ার্ম ড্রোন

ভারতীয় সেনাবাহিনী আধুনিক যুদ্ধের কথা মাথায় রেখে এক স্বতন্ত্র এবং সংগঠিত ড্রোন ইউনিট তৈরি করতে চলেছে। এই বাহিনীর মূল লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে শত্রুর ওপর আধিপত্য বিস্তার করা এবং যুদ্ধক্ষেত্রে সেনাদের প্রাণহানি কমানো। এই ড্রোনগুলি কেবল গোয়েন্দাগিরিই করবে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানবে। এর মধ্যে থাকছে ‘সোয়ার্ম ড্রোন’ (Swarm Drones), যারা একসাথে ৫০-৬০টি দলবদ্ধভাবে আক্রমণ চালালে শত্রুর রাডার বা আকাশসীমা রক্ষা ব্যবস্থা কার্যত অকেজো হয়ে পড়বে। এছাড়াও সিয়াচেনের মতো দুর্গম এলাকায় সেনাদের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দিতেও এই ড্রোন বাহিনী বিশেষ ভূমিকা নেবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy