ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে চিন, এবার দাবি জিনপিং প্রশাসনের

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘকাল ধরে চলা উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি প্রশমনে এবার এক চাঞ্চল্যকর দাবি করে বসল চিন। আমেরিকা আগেই এই কৃতিত্ব দাবি করেছিল, তবে এবার শি জিনপিংয়ের প্রশাসন সরাসরি দাবি করেছে যে, এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বেইজিং সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। যদিও নয়াদিল্লি শুরু থেকেই কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের তত্ত্বকে সরাসরি নস্যাৎ করে দিয়েছে।

সম্প্রতি বেইজিংয়ে আন্তর্জাতিক পরিস্থিতি এবং চিনের বৈদেশিক সম্পর্ক বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই এই বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চলতি বছরে বিশ্বজুড়ে একাধিক স্থানীয় যুদ্ধ এবং সীমান্ত সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছিল, যা ভূ-রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। চিন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা প্রশমনে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।” ওয়াং ই আরও জানান যে, মায়ানমার, ইরান এবং ইজরায়েল-প্যালেস্টাইন সমস্যার পাশাপাশি ভারত-পাক ‘হটস্পট’ নিয়েও চিন মধ্যস্থতা করেছে।

উল্লেখ্য, গত মে মাসে পহলগামে সন্ত্রাসবাদী হামলার জেরে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করলে দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়। টানা চারদিন চরম উত্তেজনার পর পরিস্থিতি শান্ত হয়। সেই সময় ওয়াশিংটন দাবি করেছিল যে তাদের হস্তক্ষেপে যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে চিনের এই দাবি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, চিন যেখানে পাকিস্তানকে প্রায় ৮১ শতাংশ অস্ত্র সরবরাহ করে এবং পাকিস্তানের প্রতিটি সামরিক পদক্ষেপে মদত দেয়, সেখানে তাদের ‘শান্তি দূত’ হিসেবে দাবি করাটা হাস্যকর।

ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট—পাকিস্তান সীমান্ত বা কাশ্মীর ইস্যুতে কোনো তৃতীয় পক্ষের নাক গলানো বরদাস্ত করা হবে না। ভারতের দাবি অনুযায়ী, দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO) স্তরের বৈঠকের মাধ্যমেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যেখানে বাইরের কোনো শক্তির ভূমিকা ছিল না। চিনের এই দাবিকে ভারতের পক্ষ থেকে কূটনৈতিক স্তরে ইতিমধ্যেই খণ্ডন করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy