ভারত-পাক সঙ্ঘাত থামানো নিয়ে ফের নিজের পক্ষে সওয়াল ট্রাম্পের, ‘নোবেল না পাওয়ায় হতাশা?’

ভারত ও পাকিস্তানের মধ্যেকার সংঘর্ষ থামানোর কৃতিত্ব নিয়ে আবারও নিজের পক্ষে সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের সংসদে দাঁড়িয়ে তিনি আরও একবার বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিলেন যে, তাঁর হস্তক্ষেপেই ‘অপারেশন সিঁদুর’ এবং পহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হয়েছিল।

যদিও আন্তর্জাতিক রাজনৈতিক মহলের একাংশের মতে, বিশ্ব শান্তিতে নোবেল না পাওয়ায় হতাশা থেকেই ট্রাম্প বারবার একই কথা বলছেন। এর আগেও একাধিকবার তিনি দাবি করেছিলেন যে, চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি সম্ভব হওয়ায় নোবেল পুরস্কার তাঁরই প্রাপ্য।

গাজা চুক্তির মঞ্চে ভারত-পাক বার্তা
গাজা শান্তি চুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তান প্রসঙ্গে বড় মন্তব্য করেন। ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ দু’বছর ধরে চলা যুদ্ধ অবসানের জন্য ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।

অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প ঘোষণা করেন, তিনি ভারত ও পাকিস্তান সহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশের মধ্যে ‘শান্তির সেতু’ (bridges of peace) নির্মাণে উদ্যোগী হবেন। তিনি বলেন, “আমি বেশ কয়েকটি দেশের দিকে শান্তির সেতু তৈরি করব, যার মধ্যে ভারত এবং পাকিস্তানও রয়েছে।”

ইজরায়েলের সংসদ নেসেট-এর (Knesset) সদস্যদের তুমুল হর্ষধ্বনির মধ্যে এক বক্তৃতায় ট্রাম্প আবেগময় কণ্ঠে জানান, তিনি একসঙ্গে অসম্ভবকে সম্ভব করেছেন এবং বন্দীদের নিরাপদে ফিরিয়ে এনেছেন। ট্রাম্পের এই বার্তা আবারও আন্তর্জাতিক মহলে ভারত-পাক সম্পর্ক নিয়ে আমেরিকার আগ্রহের বিষয়টি সামনে আনল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy