বৌভাতের দিন প্রেমিকের বাড়িতে প্রেমিকার ধর্না, পাঁশকুড়ায় তুমুল চাঞ্চল্য, হাতাহাতি-থানা পর্যন্ত গড়াল বিবাদ

বিয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল চরম উত্তেজনায়। যেখানে বৌভাতের অনুষ্ঠানে আনন্দের হুল্লোড় চলার কথা, সেখানেই হঠাৎ এক যুবতী ধর্নায় বসে পড়লেন বাড়ির উঠোনে। তাঁর দাবি, সদ্য বিবাহিত ছেলেটি তাঁর প্রেমিক, যে তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে অন্য মেয়েকে বিয়ে করেছে। এই নাটকীয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়।

প্রেমের সম্পর্ক ও প্রতারণার অভিযোগ

জানা গেছে, ২০২১ সালে পাঁশকুড়া থানার পিতপুরের বাসিন্দা সঞ্জয় মাইতির সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত সামাটের এক যুবতীর বিয়ের পাকা কথা হয়। এমনকি বিয়ের দিনক্ষণও একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু পাত্রী সেই সময় নাবালিকা (১৮ বছর পূর্ণ হয়নি) থাকায়, দুই পরিবারের মধ্যে সিদ্ধান্ত হয় যে, মেয়েটি সাবালিকা হওয়ার পর তাদের বিয়ে দেওয়া হবে। এই দেখাদেখি থেকেই সঞ্জয় ও ওই যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা দিনে দিনে গভীর হতে থাকে। অভিযোগ উঠেছে, এই সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়।

আদালতে মামলা, জামিনের পর দ্বিতীয় বিয়ে

ওই তরুণীর অভিযোগ, “সঞ্জয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে। আমি যখন বিয়ের জন্য উপযুক্ত হই, তখন সঞ্জয়কে বারবার বিয়ের কথা বললে সে বিষয়টি এড়িয়ে যায়। এরপরই আমি দাসপুর থানা ও পরে কোর্টের দ্বারস্থ হই।” অন্যদিকে, পাত্রের পরিবার সূত্রে খবর, মামলা থেকে জামিন নিয়ে সঞ্জয় নতুন করে বিয়ের তোড়জোড় শুরু করে। তবে এবার পাত্রী ছিলেন অন্য একজন।

বৌভাতের দিনে ধর্না: উত্তাল পাঁশকুড়া

সঞ্জয়ের পূর্বের প্রেমিকা হঠাৎ জানতে পারেন যে, তাঁর প্রেমিক অন্য একজনকে বিয়ে করেছে। এই খবর শোনার পরেই দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন ওই যুবতী। নিজের অধিকারের দাবিতে তিনি সোজা পাঁশকুড়ার পিতপুরে সঞ্জয়ের বাড়িতে এসে হাজির হন। বৌভাতের দিন সন্ধ্যায় সকলের সামনেই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন ওই যুবতী।

ধর্নাকে কেন্দ্র করে সঞ্জয়ের পরিবারের সঙ্গে যুবতীর তুমুল বচসা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় পাঁশকুড়া থানায়। ঘটনাস্থলে এসে পাঁশকুড়া থানার পুলিশ বচসা থামিয়ে সমস্ত ঘটনা শোনে। এরপর মেয়েটিকে থানায় নিয়ে যাওয়া হয়। রাতে ওই যুবতী পাঁশকুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় শুধু দুই পরিবার নয়, গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেম-প্রতারণা এবং পারিবারিক বিবাদের এই নজিরবিহীন ঘটনা এখন স্থানীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy