বেপরোয়া গতির বলি এক যুবক, কালনা কাটোয়া সড়কে বাইক-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১; আশঙ্কাজনক ২ জনকে বর্ধমানে স্থানান্তরিত।

ফের বেপরোয়া গতির বলি হলেন এক যুবক। দ্রুত গতিতে বাইক চালিয়ে যাওয়ার পথে পূর্বস্থলীর পারুলডাঙ্গার কাছে কালনা কাটোয়া STKK সড়কে বাইক ও স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার বিবরণ ও হতাহত

  • মৃতের পরিচয়: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিধান বিশ্বাস, তাঁর বাড়ি মানিকনগর এলাকায়। তিনি স্কুটি নিয়ে আসছিলেন।

  • আহতরা: বাকি দুই আহত ব্যক্তি হলেন শান্ত মল্লিক এবং বিল্টু মন্ডল, যাদের বাড়ি খরিনান এলাকায়। তারা বাইকে ছিলেন।

  • দুর্ঘটনার কারণ: পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, তীব্র গতিতে বাইকে চেপে আসছিলেন শান্ত মল্লিক এবং বিল্টু মন্ডল। অপর দিক থেকে আসা বিধান বিশ্বাসের স্কুটির সঙ্গে তাদের বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় তিনজনেই রাস্তায় ছিটকে পড়েন এবং স্কুটিটি ভেঙে গুঁড়িয়ে যায়।

খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বিধান বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কালনা থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy