বেঙ্গালুরুর স্কুলে বাবার বকুনি শুনেই চরম পদক্ষেপ! সাঁতারে অনীহা ও প্রজেক্টের চাপে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোর

সাঁতারে অনীহা এবং স্কুল প্রোজেক্টের কাজ শেষ না করতে পারার কারণে বাবার বকুনি শুনে মানসিকভাবে ভেঙে পড়ে বেঙ্গালুরুতে এক কিশোর আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে স্কুলের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় ১৭ বছরের দ্বাদশ শ্রেণির ওই ছাত্র।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ক্লোরেন্স হাই স্কুলে।

প্রতিভাবান সাঁতারু ছিল আরিয়ান
ঘটনা: পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ পুলকেশিনগর থানার অন্তর্গত এলাকায় সহপাঠীদের চোখের সামনেই ১৭ বছরের পড়ুয়া আরিয়ান (নাম পরিবর্তিত) বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে চরম পদক্ষেপ করে।

পরিচয়: প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আরিয়ান নামের ওই কিশোর ছিল একজন প্রতিভাবান সাঁতারু। একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে পুরস্কারও জিতেছিল।

আত্মহত্যার কারণ
পুলিশের প্রাথমিক অনুমান, সম্প্রতি আরিয়ান সাঁতার কাটায় অনীহা প্রকাশ করেছিল এবং প্রতিযোগিতায় অংশ নিতে চাইছিল না। পাশাপাশি সে স্কুলের একটি প্রোজেক্টের কাজও শেষ করতে পারেনি। এই সবকিছুর জেরে তার বাবা তাকে তুমুল বকাঝকা করেন। বাবার বকুনি শুনেই সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে এবং স্কুলে এসে চরম পদক্ষেপ করে।

কিশোরকে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আধিকারিক জানিয়েছেন, আরিয়ানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিল, সেই সঙ্গে স্কুলের পরিবেশের কারণে সে মানসিকভাবে বিধ্বস্ত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

মুম্বইয়েও একই ধরনের ঘটনা
প্রসঙ্গত, গত জুলাই মাসে মহারাষ্ট্রের মুম্বইয়েও পড়াশোনার চাপ ও মায়ের বকুনি শুনে ১৪ বছরের এক কিশোর বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিল। পুলিশ সেই সময় অনুমান করেছিল, পড়াশোনার চাপেই সে আত্মহত্যা করে। ওই ঘটনাতেও টিউশনে যাওয়ার জন্য মায়ের জোরাজুরি ও বকাঝকা করার পরেই কিশোরটি চরম পদক্ষেপ করেছিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy