বুম্বাদার মুকুটে নয়া পালক! মরণোত্তর পদ্মবিভূষণ ধর্মেন্দ্রকে, পদ্মশ্রী সম্মান প্রসেনজিৎ ও রোহিত শর্মাকে!

: ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্ম পুরস্কার’ প্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ বছর মোট ১৩১ জন কৃতি ব্যক্তিত্বকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। আর এই তালিকায় বাংলার সবথেকে বড় চমক টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চলচ্চিত্রে দীর্ঘ চার দশকের নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করছে কেন্দ্র।

বাংলা থেকে পদ্মসম্মানের পূর্ণাঙ্গ তালিকা

এ বছর পশ্চিমবঙ্গ থেকে মোট ১১ জন বিশিষ্ট ব্যক্তিত্ব পদ্মশ্রী পাচ্ছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও এই তালিকায় রয়েছেন:

  • তরুণ ভট্টাচার্যকুমার বোস (শিল্পকলা)

  • তৃপ্তি মুখোপাধ্যায়জ্যোতিষ দেবনাথ (শিল্পকলা)

  • হরি মাধব মুখোপাধ্যায় (শিল্প-মরণোত্তর)

  • সরোজ মণ্ডল (চিকিৎসা বিজ্ঞান)

  • অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়োনজোন, মহেন্দ্র নাথ রায় এবং রবিলাল টুডু (সাহিত্য ও শিক্ষা)

পদ্মবিভূষণ ও পদ্মভূষণে নক্ষত্র সমাবেশ

এ বছরের সর্বোচ্চ বিভাগ ‘পদ্মবিভূষণ’ (৫ জন) তালিকায় মরণোত্তর সম্মান পাচ্ছেন বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল। এছাড়াও এই তালিকায় আছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন (মরণোত্তর) এবং ধ্রুপদী বেহালা বাদক এন রাজম।

অন্যদিকে, ‘পদ্মভূষণ’ (১৩ জন) পাচ্ছেন প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক, দক্ষিণী সুপারস্টার মামুট্টি, শিল্পপতি উদয় কোটাক এবং টেনিস তারকা বিজয় অমৃতরাজ।

খেলার মাঠেও ‘পদ্ম’ জয়

ক্রীড়াক্ষেত্রেও এ বছর বড় চমক রয়েছে। ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ রোহিত শর্মা পাচ্ছেন পদ্মশ্রী। তাঁর সঙ্গেই এই তালিকায় জায়গা করে নিয়েছেন মহিলা হকি দলের প্রাচীর সবিতা পুনিয়া এবং কুস্তিগীর হরমনপ্রীত কৌর ভুল্লার।

সাধারণত প্রতি বছর মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি এই সম্মাননা প্রাপকদের হাতে পদক ও শংসাপত্র তুলে দেবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy