ভোট যত এগিয়ে আসছে, বাংলার রাজনৈতিক পারদ ততই চড়ছে। এবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে ‘ভয়ঙ্কর’ অভিযোগ আনলেন ব্যারাকপুরের হেভিওয়েট বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর আশঙ্কা, এবার কেবল ভোটার নয়, বুথের ভেতর আধা-সেনাদের ওপরও হামলা চালাবে শাসকদলের ক্যাডাররা।
রাজ্যজুড়ে এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের ফর্ম-৭ জমা দেওয়া নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। জেলায় জেলায় বিজেপি কর্মীদের ওপর হামলার খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে কমিশনকে তুলোধোনা করে অর্জুন সিং বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হাত থেকে ফাইল ছিনিয়ে নেওয়ার সাহস দেখাচ্ছেন। তিনি কি আদেও ভোট হতে দেবেন? এর পর তো তৃণমূলের গুন্ডারা বুথে ঢুকে কেন্দ্রীয় বাহিনীকেও মারধর করবে।”
অর্জুন সিং মনে করেন, নির্বাচন কমিশন যদি শুরুতেই কড়া পদক্ষেপ নিত এবং দুজন জেলাশাসক ও এসডিও-কে বহিষ্কার করত, তবে এই অশান্তি রোধ করা সম্ভব হত। তাঁর অভিযোগ, কমিশনের নিষ্ক্রিয়তাই তৃণমূলকে আরও বেপরোয়া করে তুলছে।
উল্লেখ্য, ফর্ম-৭ জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল উত্তর ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদ। কোথাও বিজেপি নেতৃত্বের হাত থেকে ফর্ম কেড়ে নিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে, আবার কোথাও তৃণমূল বিধায়করা সরাসরি কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন। মুর্শিদাবাদের ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলামের এক ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে, যেখানে তিনি বলছেন, “লাঠি দিয়ে কমিশনের কোমর ঢিলা করে দেব।” এই ক্রমাগত হুমকি ও হিংসার আবহে অর্জুনের এই মন্তব্য নতুন করে রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।