বিহারের রাজনীতিতে এবার ভোজপুরি তারকাদের রমরমা! রীতেশ পাণ্ডে প্রার্থী, পবন সিং কি ভোটের ময়দান থেকে দূরে?

রুপোলি পর্দার ঝলকানি এখন বঙ্গ রাজনীতির মতো বিহারের ময়দানেও নতুন হাওয়া এনেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন বিহারের রাজনীতি সরগরম ভোজপুরি তারকাদের (Bhojpuri Stars) রাজনীতি-ডেবিউ নিয়ে। কে কোন দলের প্রার্থী হচ্ছেন বা কে হবেন স্টার প্রচারক, তা নিয়েই চলছে জোর আলোচনা।

রীতেশ পাণ্ডে: ‘জন সুরজ’-এর প্রার্থী:
জনপ্রিয় গায়ক-অভিনেতা রীতেশ পাণ্ডে আনুষ্ঠানিকভাবে তাঁর রাজনৈতিক অভিষেকের ঘোষণা করেছেন। প্রশান্ত কিশোরের (Prashant Kishore) নেতৃত্বাধীন ‘জন সুরজ’ পার্টি ঘোষণা করেছে, রীতেশ পাণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনে কারগাহর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন।

৩৪ বছর বয়সি রীতেশ পাণ্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমি রোহতাস জেলার ছেলে। ছোট থেকেই সমাজের জন্য কিছু করতে চেয়েছি। মুম্বই গিয়ে বিহারবাসীদের প্রতি যে বৈষম্য দেখেছি, তখনই ঠিক করি, শিক্ষা ও কর্মসংস্থানই হবে আমার লড়াইয়ের মূল কথা।” তাঁর প্রতিটি প্রচারসভায় এখন স্লোগান শোনা যাচ্ছে, “শিক্ষা খুব জরুরি”।

পবন সিং: ফিরেও ভোটে না লড়ার সিদ্ধান্ত:
অন্যদিকে, ভোজপুরি জগতের আরেক সুপারস্টার পবন সিং-কে নিয়েও নাটক চলছে। একসময় বিজেপিতে যোগ দিয়ে পরে দল ছেড়েছিলেন তিনি। সম্প্রতি তিনি ফের ‘ঘর ওয়াপসি’ করলেও ঘোষণা করেছেন, এবারের ভোটে তিনি লড়বেন না। বরং তিনি “দলের সত্যিকারের সৈনিক” হিসেবে কাজ করবেন।

তবে পবন সিং-এর এই সিদ্ধান্তের পেছনে পারিবারিক অশান্তির ছায়া রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁর স্ত্রী জ্যোতি লখনউতে সাংবাদিক সম্মেলন করে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে তিনিই স্বামীকে ভোটে চ্যালেঞ্জ করতে পারেন।

রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তারকা-ঝলক?
ভোজপুরি তারকাদের জনপ্রিয়তা ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে, সেই দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা।

পাটনার সমাজতত্ত্ববিদ অধ্যাপক জ্ঞানেন্দ্র যাদব বলেন, “দক্ষিণ ভারতে যেমন তারকাদের রাজনৈতিক প্রভাব দীর্ঘস্থায়ী হয়, বিহারে তেমনটা দেখা যায়নি। শত্রুঘ্ন সিনহা ছাড়া কেউ টেকেননি। তবে এ বারের ভোটে তারকাদের এই ঝলক আলাদা রং আনছে।” অর্থাৎ, গ্ল্যামার কী বিহারের রাজনীতিতে স্থায়ী আসন পাবে, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy