বিহার ভোটের মুখে মহাবিপদ! IRCTC দুর্নীতি মামলায় লালু-রাবড়ি-তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ আদালতের

বিহার বিধানসভা নির্বাচনের ঠিক এক মাস আগে রাজ্যের রাজনীতিতে বড়সড় অস্থিরতা তৈরি হল। IRCTC দুর্নীতি মামলায় প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও ছেলে তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার মতো গুরুতর ধারায় এই চার্জ গঠনের নির্দেশ দেওয়ায় বিহারের নির্বাচনী বাতাবরণ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

গত সোমবার স্পেশাল জজ বিশাল গগনে এই মামলার শুনানিতে চার্জ গঠনের নির্দেশ দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে দাবি করেছে যে, এই মামলায় লালু পরিবারের বিরুদ্ধে একাধিক অপরাধ সংঘটিত করার তথ্য পাওয়া গেছে এবং তারা ষড়যন্ত্রের মাধ্যমে বিপুল রাজস্ব আত্মসাৎ করার চেষ্টা করেছে।

মামলার মূল অভিযোগ:
IRCTC দুর্নীতি মামলায় অভিযোগ উঠেছিল যে, লালুপ্রসাদ যাদব ২০০৬ সালে যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং ছেলে তেজস্বী যাদবের নাম সংশ্লিষ্ট একটি হোটেল চুক্তির সঙ্গে যুক্ত হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) থেকে রাজস্ব ঘুষ ও অবৈধ সুবিধা নেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছিল। সিবিআইয়ের দাবি, এই চুক্তির মাধ্যমে সরকারের তহবিল থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এবং এতে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণা ঘটানো হয়েছিল।

লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়ায় বিহারের রাজনীতিতে তুমুল শোরগোল সৃষ্টি হয়েছে। বিহারের শাসক দল জেডিইউ এবং বিজেপি ইতিমধ্যেই এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়ে লালু পরিবারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে। নির্বাচনের আগে এই ঘটনা আরজেডি জোটের জন্য বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy