সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে (BJP) যোগ দিলেন বিহারের জনপ্রিয় ধ্রুপদী সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। মঙ্গলবার পাটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়েশওয়ালের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি পদ্ম শিবিরে যোগদান করেন।
আগামী ৬ ও ১১ নভেম্বর দু’দফায় বিহারের ২৪৩টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ফল প্রকাশ হবে ১৪ নভেম্বর। এই নির্বাচনের আগে মৈথিলী ঠাকুরের বিজেপিতে যোগদান রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তরুণ প্রতিভার কাঁধে ভর করে বিজেপি নতুন ও তরুণ ভোটারদের ভোট টানতে চাইছে।
প্রার্থী হওয়ার জল্পনা
এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বিজেপি আলিনগরের দারভাঙ্গা থেকে তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে পারে। একাধিক সাক্ষাৎকারে মৈথিলী ঠাকুর নিজেই জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে যোগ দিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে আগ্রহী।
তাঁর এই যোগদান বিহারের ভোট যুদ্ধের আগে নিঃসন্দেহে পদ্ম শিবিরের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।