২০২৬-এর বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগেই বর্ধমানে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শনিবার বিহারের রাজেন্দ্রনগর থেকে ট্রেনযোগে ৫৫টি বাইক বর্ধমান রেল স্টেশনে এসে পৌঁছানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় স্টেশন চত্বর। বাইকগুলি বর্ধমান জেলা বিজেপি অফিসের ঠিকানায় পাঠানো হয়েছে জানতে পেরেই স্টেশনের পার্সেল অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগে রাজ্যে অশান্তি ছড়াতে এবং অপরাধীদের ব্যবহারের জন্য এই বাইকগুলি বিহার থেকে আনা হয়েছে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সরাসরি আরপিএফ (RPF) দফতরে গিয়ে দাবি জানান, বাইক আনার প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট না হওয়া পর্যন্ত সেগুলি স্টেশন থেকে বের করতে দেওয়া হবে না। তাঁর দাবি, “ভোটের আগে ক্রিমিনাল ঢোকানোর ছক কষছে বিজেপি।”
পাল্টা জবাবে বিজেপির জেলা সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলেন, “তৃণমূল পরাজয়ের ভয়ে প্রলাপ বকছে।” বিজেপির দাবি, এই বাইকগুলি দলের সর্বক্ষণের কর্মীদের (হোল টাইমার) জন্য বরাদ্দ। বিহারে ভোট মেটার পর এখন বাংলার নির্বাচনের প্রস্তুতির জন্য বাইকগুলি এখানে আনা হয়েছে এবং এর সমস্ত বৈধ নথিপত্র প্রশাসনের কাছে জমা দেওয়া আছে। পুলিশের নজরদারিতে থাকা এই বাইক-বিতর্ক ঘিরে বর্তমানে সরগরম পূর্ব বর্ধমানের রাজনীতি।