ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) ইস্যুতে এবার সরাসরি দেশের শীর্ষ সাংবিধানিক পদাধিকারীদের দিকে নজিরবিহীন আক্রমণ শানালেন বিজেপি মনোনীত সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি— কাউকেই রেয়াত করলেন না গ্রেটার সুপ্রিমো। তাঁর সাফ দাবি, যাঁরা কাগজ পরীক্ষা করছেন, তাঁরাই আদতে ‘পাকিস্তানি’ বা ‘বাংলাদেশি’!
ঠিক কী বলেছেন অনন্ত মহারাজ? সদ্য দিনহাটার সিতাই এলাকায় নিজের সমর্থকদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করেছিলেন অনন্ত মহারাজ। সেখানেই মাইক হাতে বিতর্কিত মন্তব্যের ঝোড় তোলেন তিনি। ক্ষোভের সুরে তিনি বলেন:
“যাঁদের হাতে খাতা-কলম, ওরাই তো বাংলাদেশি, ওরাই তো পাকিস্তানি। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি-বাংলাদেশি। প্রধানমন্ত্রী বাংলাদেশি-পাকিস্তানি। রাজ্যপালও পাকিস্তানি-বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কে দেখবে? আমরা কাগজ কাকে দেখাব?”
কেন হঠাৎ এই সুর বদল? উল্লেখ্য, কিছুদিন আগেই এসআইআর-এর পক্ষে জোরালো সওয়াল করতে দেখা গিয়েছিল অনন্ত রায়কে। এমনকি মুসলিম ধর্মগুরুদের সঙ্গে বৈঠক করে তিনি আশ্বাস দিয়েছিলেন যে, ভারতীয় মুসলিমদের কোনও ভয় নেই। কিন্তু হঠাৎ করে দেশের প্রশাসনিক প্রধানদের এভাবে আক্রমণ করায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি দলের ওপর কোনও কারণে ক্ষুব্ধ এই বিজেপি সাংসদ?
অস্বস্তিতে বিজেপি শিবির: নিজের দলের সাংসদের এমন ‘বিস্ফোরক’ মন্তব্যে স্বভাবতই চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কৌশলে এড়িয়ে গিয়ে বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই।” অন্যান্য বিজেপি নেতারাও আপাতত এই স্পর্শকাতর মন্তব্য নিয়ে মুখ খুলতে চাইছেন না।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজবংশী ও সীমান্তবর্তী এলাকায় যে চাপ তৈরি হয়েছে, সম্ভবত সেই জনরোষ থেকেই নিজেকে বাঁচাতে এই ধরণের চরমপন্থী মন্তব্য করেছেন অনন্ত মহারাজ। তবে দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য আগামী দিনে তাঁর ওপর আইনি বা দলীয় কোপ ডেকে আনে কি না, সেটাই এখন দেখার।