দুর্গাপূজা শেষেও কলকাতার উৎসবের মেজাজ জিইয়ে রাখতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হচ্ছে বহু প্রতীক্ষিত পুজো কার্নিভাল (Durga Puja Carnival)। আগামী রবিবার, ৫ অক্টোবর, রেড রোডে শহরের নামী-দামী পুজো কমিটিগুলো প্রতিমা সহকারে শোভাযাত্রায় অংশ নেবে। শহরবাসীর এই বর্ণাঢ্য আয়োজন উপভোগের সুবিধার জন্য কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ বিশেষ পরিষেবা ঘোষণা করেছে।
কার্নিভাল উপলক্ষে দর্শনার্থীদের যাতায়াতের কথা মাথায় রেখে, মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে যে ব্লু এবং গ্রিন—উভয় লাইনেই রোজকার সময়সূচির পরেও অতিরিক্ত মেট্রো চালানো হবে। এর ফলে রাত অবধি উৎসব উপভোগ করে বাড়ি ফিরতে আর চিন্তা থাকবে না।
অতিরিক্ত মেট্রোর সময়সূচি ঘোষণা
মেট্রোরেল জানিয়েছে, রোজকার শেষ মেট্রোর পরেও আপ এবং ডাউন মিলিয়ে মোট ৬টি অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়া হবে। এই ট্রেনগুলি প্রতি ২০ মিনিট অন্তর চলবে।
লাইনের নাম রুট শেষ তিনটি মেট্রোর সময় (রাত)
ব্লু লাইন (Blue Line) শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর ১০:০৩, ১০:২৩ ও ১০:৪৩
ব্লু লাইন (Blue Line) দক্ষিণেশ্বর → শহিদ ক্ষুদিরাম ৯:৫৩, ১০:১৩ ও ১০:৩৩
গ্রিন লাইন (Green Line) সল্টলেক সেক্টর ফাইভ → হাওড়া ময়দান ১০:২০, ১০:৪০ ও ১১:০০
গ্রিন লাইন (Green Line) হাওড়া ময়দান → সল্টলেক সেক্টর ফাইভ ১০:২০, ১০:৪০ ও ১১:০০
কলকাতাবাসীর স্বস্তি
রেড রোডের পুজো কার্নিভাল এখন কলকাতার উৎসব সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। হাজার হাজার মানুষের ভিড়, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রতিমা প্রদর্শনের জন্য এই দিনটি বিশেষ আকর্ষণ বহন করে। মেট্রোর এই অতিরিক্ত পরিষেবা ঘোষণায় খুশি কলকাতাবাসী। তাদের মতে, বিশেষ করে যারা পরিবার নিয়ে কার্নিভাল উপভোগ করতে যাবেন, তাঁদের জন্য রাতে বাড়ি ফেরার ক্ষেত্রে এটি এক বড় সহায়তা।
পরিবহণ ব্যবস্থার পাশাপাশি, নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। রেড রোড ও সংলগ্ন এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থাপন করা হবে কন্ট্রোল রুম ও মেডিক্যাল টিম। ৫ অক্টোবরের এই আয়োজন নিঃসন্দেহে শহরের উৎসবপ্রেমীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে।