বিসর্জন শেষ হলেও উৎসব শেষ নয়! কার্নিভালের জন্য অতিরিক্ত মেট্রো চলবে, কখন ছাড়বে শেষ ট্রেন?

দুর্গাপুজোর বিসর্জন পর্ব প্রায় শেষের দিকে হলেও, বাঙালির গর্বের উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি টানবে রবিবারের পুজো কার্নিভাল। এই জমকালো অনুষ্ঠান দেখার জন্য রেড রোডে বহু মানুষের ভিড় হয়। সেই ভিড় সামাল দিতে এবং দর্শকদের বাড়ি ফেরার সুবিধার্থে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা করেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরই এই কার্নিভালে শহরের নামীদামি পুজো কমিটিগুলি অংশ নেয়। এই ইভেন্টের পরই প্রতিমা বিসর্জন দেওয়া হয় বাবুঘাটে।

ব্লু ও গ্রিন লাইনে ৬টি অতিরিক্ত ট্রেন
মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ অক্টোবর রবিবার কার্নিভালের দিন রাতে স্বাভাবিক পরিষেবা শেষ হওয়ার পরেও ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) এবং গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) উভয় রুটে মোট ৬টি বিশেষ মেট্রো চলবে। এই অতিরিক্ত ট্রেনগুলি ২০ মিনিট অন্তর পাওয়া যাবে।

যাত্রীদের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবার সম্পূর্ণ সময়সূচি নিচে দেওয়া হলো:

ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) বিশেষ মেট্রো
দিক ছাড়ার সময় (রাত)
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর ১০:০৩, ১০:২৩, ১০:৪৩
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম ০৯:৫৩, ১০:১৩, ১০:৩৩

গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) বিশেষ মেট্রো
দিক ছাড়ার সময় (রাত)
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান ১০:২০, ১০:৪০, ১১:০০
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ ১০:২০, ১০:৪০, ১১:০০

Export to Sheets
মেট্রো কর্তৃপক্ষের আশা, উৎসবের সময় রাতের শহরে এই বাড়তি মেট্রো পরিষেবা যাত্রীদের যাতায়াতে বিশেষ সহায়তা করবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy