বিসর্জন শুরুর আগেই ভয়ঙ্কর খুন! ঘটনাস্থল থেকে উদ্ধার ব্যাগ-মোবাইল, কে বা কারা জড়িত এই ঘটনায়?

উৎসবের মরসুমে, বিজয়া দশমীর সকালে পশ্চিমবঙ্গের অশোকনগরে ঘটল এক হাড়হিম করা ঘটনা। যশোর রোডের ধার থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাতপরিচয় তরুণীর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পথচলতি মানুষ যশোর রোডের ধারে ওই তরুণীর দেহ দেখতে পান। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তরুণীর মাথার একদিক পুরো থেঁতলানো, এবং বুকে-পিঠে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এটি খুন না অন্য কোনো দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তে কী উঠে এল?
ঘটনাটি কীভাবে ঘটল, তা জানার চেষ্টা করছে অশোকনগর পুলিশ। তবে ঘটনাস্থল থেকে তরুণীর মোবাইল ফোন এবং ব্যাগ উদ্ধার করা হয়েছে। এই জিনিসপত্রগুলি তরুণীর পরিচয় এবং ঘটনার রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত তরুণীর নাম ও পরিচয় দ্রুত জানার চেষ্টা চলছে। শরীরের আঘাতের ধরন দেখে প্রাথমিকভাবে এটিকে হিংসাত্মক কাজ বলে মনে করা হলেও, সবদিক খতিয়ে দেখছে পুলিশ। দশমীর সকালে এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়রা হতবাক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy