বিশ্বকাপ থেকে নাম তুলে নিচ্ছে পাকিস্তান? ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বিশ্ব ক্রিকেটে যেন বিস্ফোরণ ঘটে গিয়েছে। আইসিসি-র পক্ষ থেকে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাতিল করার সিদ্ধান্তের পর এবার আসরে নামল পাকিস্তান। তবে ক্রিকেটের ময়দানে নয়, রীতিমতো কূটনৈতিক চাল চালতে শুরু করেছে ইসলামাবাদ। সূত্রের খবর, বাংলাদেশের পাশে দাঁড়ানোর নাটক করতে গিয়ে ভারতের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ এবং পুরো বিশ্বকাপ বয়কটের ছক কষছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এর দাবি অনুযায়ী, কলম্বোয় আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে যে ব্লকবাস্টার ম্যাচটি হওয়ার কথা, সেটি থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে পাকিস্তান। এখানেই শেষ নয়, যদি পাকিস্তান প্রতিবাদ হিসেবে টুর্নামেন্ট থেকে পুরোপুরি নাম তুলে নেয়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। আসলে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে সরব হয়ে আইসিসি-র ওপর চাপ সৃষ্টি করাই পিসিবি-র মূল লক্ষ্য। এমনকি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও পাকিস্তান সেই ম্যাচগুলি খেলবে না বলে ইঙ্গিত দিয়েছে।

কিন্তু প্রশ্ন উঠছে, এই হঠকারী সিদ্ধান্তে কার লাভ? বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে, তবে বিনা লড়াইয়ে ২ পয়েন্ট সরাসরি ভারতের ঝুলিতে চলে আসবে। এতে ভারতের কোনো ক্ষতি নেই, বরং পাকিস্তানই পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়বে। অন্যদিকে, ‘ইন্ডিয়া টুডে’-র রিপোর্ট অনুযায়ী, আইসিসি ইতিমধ্যেই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে। যদি তারা শেষ মুহূর্তে টুর্নামেন্ট বয়কট করে, তবে বড়সড় আর্থিক জরিমানার পাশাপাশি বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের সদস্যপদ বা অংশীদারিত্ব ঝুঁকির মুখে পড়বে।

ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে জাঁকজমক করে দল ঘোষণা করা হলেও, পিসিবি-র অন্দরের খবর— শেষ পর্যন্ত পাকিস্তান খেলবে কি না, তা নির্ভর করছে পাক সরকারের সবুজ সংকেতের ওপর। বাংলাদেশের জন্য ‘বন্ধুত্বের’ খাতিরে পাকিস্তান কি নিজেদের ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবে? উত্তর মিলবে খুব শীঘ্রই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy