বিয়ের ৯ মাসেই সংসারে ভাঙন! অভিষেক-শার্লি মোদকের সম্পর্কে কি এল তৃতীয় ব্যক্তি?

টলিউড তথা টেলি পাড়ার সম্পর্ক বড়ই জটিল। নতুন সম্পর্ক গড়ার খবরের পাশাপাশি প্রায়শই শোনা যায় তারকাদের দাম্পত্য ভাঙনের গুঞ্জন। গত কয়েক দিন ধরে টলিপাড়ার তেমনই এক তারকা জুটিকে নিয়ে চলছে জোর চর্চা—অভিনেতা অভিষেক বসু ও অভিনেত্রী শার্লি মোদক। মাত্র ন’মাস আগে আইনি বিয়ে সেরেছেন তাঁরা, আর এর মধ্যেই নাকি তাঁদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে, ফলে দাম্পত্যে দেখা দিয়েছে চরম দূরত্ব।

স্টুডিও পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, অভিষেক ও শার্লির সংসারে নাকি টালমাটাল পরিস্থিতি। যদিও এই জুটি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা একেবারেই পছন্দ করেন না।

গুঞ্জন নিয়ে মুখ খুললেন শার্লি: “আমরা হাসাহাসি করি!”

সংবাদমাধ্যমে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শার্লি মোদক। যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “এই রকম কিছু শুনলে আমরা হাসাহাসি করি। এর মধ্যেই এই সব রটে গেল। আমরা তো জানতেই পারিনি! কী আর বলব। যাঁদের ইচ্ছা হচ্ছে তাঁরা এ কথা বলছে। আমরা সত্যিই গুজবে গুরুত্ব দিতে রাজি নই।”

শার্লি আরও জানান, তিনি এই মুহূর্তে রয়েছেন অভিষেকের মামাবাড়িতে এবং বরের দিদির বিয়েতে দারুণ আনন্দ করছেন। অভিনেত্রীর দাবি, বিচ্ছেদ বা অশান্তির খবর পুরোটাই রটনা মাত্র। তিনি জানান, সুযোগ পেলেই তাঁরা দু’জনে ভ্যাকেশনে যাবেন এবং যেহেতু আগে শুধু আইনি বিয়ে সেরেছিলেন, ভবিষ্যতে ধুমধাম করে সামাজিক বিয়ের পরিকল্পনাও রয়েছে তাঁদের। তবে সত্যিই স্রেফ রটনা নাকি সমস্যা ঢাকতে তিনি এই কথা বললেন—সেই প্রশ্নের উত্তর একমাত্র সময়ই দেবে।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল সই সাবুদ করে বিয়ে করেছিলেন ‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক রোহিত রায়চৌধুরী (অভিষেক) এবং খলনায়িকা শালিনী (শার্লি)। বিয়ের পর তাঁরা পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। অভিষেক সম্প্রতি তাঁর ধারাবাহিক ‘ফুলকি’ শেষ করেছেন, তবে শার্লি এখন ‘তুই আমার হিরো’ মেগা নিয়ে ব্যস্ত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy