ভারতীয় বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে তৈরি হয়েছে বড় বিতর্ক। ২৩ নভেম্বর বিয়ের দিন ধার্য ছিল। মেহেন্দি, হলদি থেকে সঙ্গীত—সব অনুষ্ঠানই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আচমকাই বিয়ে স্থগিত হওয়ার খবর আসে। প্রথমে বলা হয়েছিল, স্মৃতির বাবার অসুস্থতার কারণে বিয়ে স্থগিত হয়েছে। কিন্তু পরে জানা যায় অন্য এক মর্মান্তিক তথ্য।
সূত্র অনুযায়ী, বিয়ের আগে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠতার কথা জানতে পেরেই নাকি স্মৃতি মান্ধানা বিয়ে ভেঙে দেন। সোশ্যাল মিডিয়ায় সেই মহিলার সঙ্গে পলাশের অন্তরঙ্গ চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এমনকি, সেই মহিলার সঙ্গে পলাশকে ঘনিষ্ঠ অবস্থায় দেখাও গিয়েছিল বলে খবর।
প্রথমবার প্রকাশ্যে পলাশ মুচ্ছল
বিয়ে স্থগিত হওয়ার এই ঘটনার পর সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল এই প্রথমবার প্রকাশ্যে এলেন। ২৩ নভেম্বর বিয়ের তারিখ ঠিক থাকলেও, প্রথমে স্মৃতির বাবার অসুস্থতা এবং পরে পলাশের অসুস্থতার খবর আসে। কিন্তু মূল কারণ হিসাবে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি সামনে আসতেই গোটা ঘটনাটি ওলটপালট হয়ে যায়।
পলাশ মুচ্ছল ইন্দোরের বাসিন্দা। বিয়ের অনুষ্ঠান স্থগিত হওয়ার পর সোমবার প্রথমবার তাঁকে প্রকাশ্যে দেখা যায়। তাঁর বিমানবন্দরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি তাঁর পরিবারের সঙ্গে রয়েছেন। ভিডিওতে তাঁর শরীরী ভাষা একেবারে নিস্তেজ এবং মুখে বিষণ্ণতা স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি পাপারাজ্জিদের থেকে কার্যত মুখ লুকিয়ে তড়িঘড়ি বিমানবন্দর ছেড়ে চলে যান।