একসময় দেবের বহু হিট ছবিতে চুটিয়ে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল এই সুরকার কিছুদিন বিরতির পর ‘প্রজাপতি ২’-এর হাত ধরে ফের দেবের ছবিতে কাজ করলেন। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির গান। দেব ও জিৎ-এর বহু বছরের ঘনিষ্ঠ সম্পর্ক। আর সেই সম্পর্কের সূত্র ধরেই এবার মজার ছলে দেবকে চরম হুঁশিয়ারি দিলেন জিৎ গঙ্গোপাধ্যায়— বিয়ে না করলে দেবের বাড়ির ঠিকানা ফাঁস করে দেবেন তিনি!
বিষয়টি যদিও নিছকই মজার ছলে বলা। জি বাংলা ‘সারেগামাপা’-এর শ্যুটিংয়ের ফাঁকে দেবের বিয়ে প্রসঙ্গে সুরকার জানান, তিনি দেবকে নিজের ছোট ভাইয়ের মতো দেখেন। তাই ভাইয়ের বিয়ের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
জিৎ গঙ্গোপাধ্যায় জানান, তিনি চান এই মুহূর্তে দেবের গায়ে অনেক প্রজাপতি বসুক এবং তাঁর ভাই বিয়ের পিঁড়িতে বসুক। এরপরই সকলের উদ্দেশ্যে তিনি একটি মজার আহ্বান জানান। সুরকার বলেন, “সবাই মিলে ওকে বিরক্ত করতে শুরু করো। সবাই মিলে জানতে চাও যে কবে দেব বিয়ে করছে।” তিনি আরও হুমকি দিয়ে বলেন, “আমি কিন্তু সবাইকে ওর ঠিকানা পাঠিয়ে দেব, যদি ও বিয়ে না করে। সবাই মিলে ওর বাড়িতে হানা দাও। আমি নিজে গিয়ে ওর বাড়িতে প্রজাপতি ছেড়ে দিয়ে আসব। আমি চাই এবার দেবের গায়ে প্রজাপতি বসুক। এবার অন্তত ওর বিয়েটা হোক।”
উল্লেখ্য, শুভশ্রীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর দেব বর্তমানে রুক্মিণী মৈত্রর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন। টলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা যখন প্রায় সবাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বা সন্তানের বাবা-মা হয়েছেন, তখন দেব ও রুক্মিণী কবে বিয়ে করবেন, সেই প্রশ্ন এখন সকলের মুখে মুখে। একাধিকবার এই বিষয়ে প্রশ্ন করা হলেও, সুপারস্টার দেব জানিয়েছেন যে তিনি এখনও বিয়ের জন্য প্রস্তুত নন এবং বর্তমানে তাঁর কেরিয়ার নিয়েই চিন্তাভাবনা করছেন। যদিও একসঙ্গে ছুটি কাটানো বা অন্য সব ক্ষেত্রে দেব ও রুক্মিণীকে প্রায়শই দেখা যায়।