বিমানভাড়া নিয়ে দুশ্চিন্তা অতীত! বুকিংয়ে দেরি হলেও বাড়বে না টিকিটের দাম, চালু হলো কেন্দ্রের ‘ফেয়ার সে ফুরসত’ প্রকল্প

উৎসবের মরসুমে আকাশছোঁয়া বিমানভাড়ার (Airfare) কারণে যখন যাত্রীরা চরম সমস্যায়, ঠিক তখনই স্বস্তি দিতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের উদ্যোগে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘অ্যালায়েন্স এয়ার’ (Alliance Air) চালু করল এক বিশেষ প্রকল্প, যার আওতায় টিকিটের দাম থাকবে স্থির। অর্থাৎ, বুকিং যত দেরিতেই হোক না কেন, টিকিটের মূল্য আর বাড়বে না।

সোমবার নয়া প্রকল্পটির উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘ফেয়ার সে ফুরসত’ (Fare se Fursat)।

‘বিমানের ভাড়া নিয়ে উদ্বেগ থেকে মুক্তি দেওয়াই মূল লক্ষ্য’
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “বিমানের ভাড়া নিয়ে উদ্বেগ থেকে যাত্রীদের মুক্তি দেওয়াই মূল লক্ষ্য।” তিনি আরও জানান, এই প্রকল্প সরকারের ‘উড়ান’ (UDAN) যোজনার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মন্ত্রীর কথায়, “অ্যালায়েন্স এয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সেই স্বপ্নকেই বাস্তবায়িত করছে, যেখানে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও নতুন মধ্যবিত্ত শ্রেণিও সহজে বিমানে যাত্রা করতে পারে।”

পরীক্ষামূলকভাবে চালু: সুবিধা মিলবে কোন কোন রুটে?
এই প্রকল্পটি পরীক্ষামূলকভাবে ১৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। এর মাধ্যমে যাত্রী প্রতিক্রিয়া ও প্রকল্পের কার্যকারিতা বিচার করা হবে।

প্রাথমিক পর্যায়ে কিছু নির্বাচিত রুটে এটি কার্যকর হবে, যা মূলত ‘উড়ান’ প্রকল্পের আওতায় থাকা ছোট শহরগুলিকে সংযুক্ত করে। এর মধ্যে রয়েছে:

দিমাপুর

আইজল

জগদলপুর

জলগাঁও

বিলাসপুর

বিকানের

রূপসির মতো গন্তব্য।

কেন এই পদক্ষেপ?
কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিল এমন এক সময়ে, যখন দেশের বিমানভাড়া নিয়ে সাধারণ যাত্রীরা চরম উদ্বেগ প্রকাশ করছেন। উৎসবের হিড়িকের কারণে এই বছর ফের বিমানভাড়া ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়ে রেকর্ড ছুঁয়েছে।

ভ্রমণ সংস্থাগুলির দাবি, চাহিদা ব্যাপক বাড়ায় দেশের নানা রুটে একমুখী টিকিটের দাম ৪০ হাজার টাকা পর্যন্ত পৌঁছে গেছে। যেমন বেঙ্গালুরু থেকে কানপুর রুটে একমুখী টিকিটের দাম ৪০ হাজার টাকায় ঠেকেছে বলে একাধিক অনলাইন ট্র্যাভেল সংস্থা জানিয়েছে। এই আকাশছোঁয়া ভাড়ার পরিস্থিতিতে কেন্দ্রের এই নতুন প্রকল্প যাত্রীদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তি নিয়ে আসবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy