বিমানবন্দর থেকে খোয়া গেল উর্বশীর ৭০ লক্ষের গয়নাসহ ব্যাগ, আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা, যিনি সম্প্রতি তাঁর মূল্যবান ‘লাবুবু পুতুল কালেকশন’ নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন, এবার এক বড় চুরির শিকার হলেন। সম্প্রতি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে তাঁর ৭০ লক্ষ টাকা মূল্যের গয়না এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী-সহ একটি দামি স্যুটকেস চুরি হয়ে গেছে। এক টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য লন্ডনে গিয়েছিলেন এই অভিনেত্রী।

উর্বশী রাউটেলা জানান, তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুম্বাই থেকে লন্ডনে পৌঁছান। কিন্তু প্ল্যাটিনাম এমিরেটস সদস্য হওয়া সত্ত্বেও, তাঁর ব্যাগ যত্নে রাখা হয়নি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি বিবৃতিতে তিনি লেখেন, “একজন গ্লোবাল আর্টিস্ট ও প্ল্যাটিনাম এমিরেটস সদস্য হিসেবে, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার ক্রিশ্চিয়ান ডিওরের ব্রাউন ব্যাগেজ গ্যাটউইক বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট থেকে চুরি হয়ে গিয়েছে।”

তিনি আরও দাবি করেন যে, এমিরেটস এয়ারলাইন্স এবং গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তিনি কোনো সহায়তা পাননি।

এই চুরির ঘটনার ঠিক আগে উর্বশীর পরিবার আরেকটি চুরির অভিযোগ এনেছিল। অভিনেত্রীর মা সম্প্রতি জানিয়েছিলেন যে, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত উর্বশীর প্রাক্তন ম্যানেজার বেদিকা প্রকাশ শেট্টি তাদের বিশ্বাস ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণা ও চুরির অভিযোগ তোলা হয়েছিল। অভিনেত্রীর পরিবার থেকে দাবি করা হয়েছিল যে, এর ফলে তারা বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন।

গ্যাটউইক বিমানবন্দরে উর্বশী রাউতেলার ৭০ লক্ষ টাকার ব্যাগ চুরির এই ঘটনা একদিকে যেমন অভিনেত্রীর ব্যক্তিগত বড় ক্ষতি, তেমনি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরেও গভীর প্রশ্ন তৈরি করেছে। বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা থেকে এত মূল্যবান সামগ্রী চুরি হয়ে যাওয়াটা যাত্রী সুরক্ষার ক্ষেত্রে উদ্বেগ বাড়িয়েছে। এখন দেখার বিষয়, বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনায় কী পদক্ষেপ নেয় এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয় কিনা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy