অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি: উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বনগাঁ ট বাজারের বাসিন্দা শ্রীধর রায় শুরু করেছেন এক অভিনব ব্যবসা—’সততার সঙ্গে সু-বুদ্ধি বিক্রি’। এই অনন্য পরিষেবার প্রচারের জন্য তিনি রীতিমতো পোস্টারও লাগিয়েছেন, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
চাঁপাবেড়িয়া হাই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা শ্রীধর রায় আগে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। তবে লকডাউনের পরে বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে এলে তিনি দোকানদারিকে জীবিকা হিসেবে বেছে নেন। বনগাঁ ট বাজারে তাঁর দোকানে শিশুদের খেলনা, হোমিওপ্যাথির ওষুধপত্র সবই পাওয়া যায়। তবে দোকানের সবচেয়ে বেশি চর্চিত অংশ হলো এই পোস্টারটি: “সততার সঙ্গে সু-বুদ্ধি বিক্রি করা হয়।”
‘সুবুদ্ধি বিক্রি’র ধারণা ও জনপ্রিয়তা
কয়েক মাস আগে শ্রীধরের মাথায় আসে মানুষের বিভিন্ন পারিবারিক, সামাজিক, মানসিক এমনকি শারীরিক সমস্যায় পরামর্শ দেওয়ার এই ধারণাটি। তিনি সামান্য পারিশ্রমিক নিয়েই নানা জটিল পরিস্থিতি সামলানোর উপায়, সম্পর্ক-সংক্রান্ত দিকনির্দেশ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।
স্থানীয়দের দাবি, এই অভিনব ‘সুবুদ্ধির ব্যবসা’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। পারিবারিক অশান্তি হোক বা মানসিক সমস্যা—প্রতিদিনই বহু মানুষ শ্রীধরের দোকানে ভিড় করছেন সমাধানের পথ খুঁজতে। নিজের পদ্ধতি ব্যাখ্যা করতে তিনি উদাহরণ হিসেবে ওসামা বিন লাদেনের ‘কুবুদ্ধি’ ও এপিজে আব্দুল কালামের ‘সুবুদ্ধি’-এর প্রসঙ্গ টেনে আনেন।
শ্রীধর রায়ের এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় মহলে রীতিমতো ভাইরাল। অনেকেই বলছেন, মানুষকে ভাল পথে পরিচালনা করাই আসল বুদ্ধি। সেই ভাবনাকে কাজে লাগিয়েই এই ব্যবসায়ী আজ সীমান্ত শহরে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। তাই সঠিক দিকনির্দেশ বা ‘সুবুদ্ধি’ চাইলে আপনাকেও যেতে হবে বনগাঁ ট বাজারে।