সাধারণ নির্বাচনের প্রাক্কালে ওপার বাংলার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে এবার সরাসরি ‘ভারত দখলের চক্রান্ত’ দেখছে বঙ্গ বিজেপি। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশের নৈরাজ্য নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, কাল অর্থাৎ শনিবারই পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
“মৌলবাদ মানবসভ্যতার ক্যান্সার”: শমীক
বাংলাদেশে প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’-এর অফিসে অগ্নিসংযোগ, সাংস্কৃতিক কেন্দ্র ‘ছায়ানট’-এ ভাঙচুর এবং রাজশাহী আওয়ামী লীগ অফিসে বুলডোজার চালানোর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন:
“আমরা আশির দশক থেকেই সতর্ক করছি যে, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলছে। মৌলবাদ ও চরমপন্থা মানবসভ্যতার জন্য ক্যান্সারের মতো। আজ বাংলাদেশে শুধু মুক্তমনা মানুষ নয়, যারা ধর্মীয় আগ্রাসনে বিশ্বাস করেন না, তাঁরাও আক্রান্ত।”
বিজেপি নেতার দাবি, এই ধর্মীয় বিভাজন কেবল এশিয়ায় নয়, ইউরোপ ও কানাডাতেও ছড়িয়ে পড়ছে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন।
কাল রানাঘাটে প্রধানমন্ত্রী: এক নজরে মোদীর সূচি
বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই শনিবার নদীয়ার রানাঘাটে হাইভোল্টেজ জনসভা ও সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরের খুঁটিনাটি নিচে দেওয়া হলো:
-
১০:৩০ AM: বায়ুসেনার বিমানে কলকাতা বিমানবন্দরে অবতরণ।
-
১১:০৫ AM: হেলিকপ্টারে রানাঘাট হেলিপ্যাডে পৌঁছানো।
-
১১:১৫ AM – ১১:৪৫ AM: সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন।
-
১২:০০ PM – ১২:৪৫ PM: রানাঘাটে মেগা জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
-
০১:০০ PM: সভা শেষে কলকাতা হয়ে গুয়াহাটির উদ্দেশে রওনা।
উত্তপ্ত ভূ-রাজনীতি ও মোদীর সফর
রাজনৈতিক মহলের মতে, ওপার বাংলায় যে অরাজকতা চলছে এবং শমীক ভট্টাচার্য যে ‘ভারত দখলের চক্রান্তের’ কথা বলছেন, সেই আবহে রানাঘাটের সভা থেকে প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনো বিশেষ বার্তা দেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল। বিশেষ করে মতুয়া অধ্যুষিত এই এলাকায় অনুপ্রবেশ ও নাগরিকত্ব ইস্যুতে মোদীর ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।