বিধায়ক পুত্রের বিরুদ্ধে কলেজে মদ্যপানের অভিযোগ, ফাঁস অডিও ক্লিপ, কসবা কাণ্ডের ছায়া দীনবন্ধু অ্যান্ড্রুজে?

কসবা কাণ্ডের পর শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ও ছাত্র রাজনীতিতে নৈতিকতার প্রশ্ন যখন নতুন করে উঠেছে, ঠিক তখনই দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে মদ্যপানের অভিযোগ উঠল খোদ যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে দেবার্ক মজুমদারের বিরুদ্ধে। একটি ভাইরাল অডিও ক্লিপ ঘিরে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে, যেখানে তাঁকে স্পষ্টতই কলেজে মদ আনিয়ে পান করার কথা বলতে শোনা যাচ্ছে। এই ঘটনা রাজ্য রাজনীতি এবং শিক্ষামহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

অডিও ক্লিপের দাবি এবং দেবার্কের অস্বীকার

ভাইরাল হওয়া অডিও ক্লিপটিতে শোনা যাচ্ছে, দেবার্ক মজুমদার নিজেই কলেজে মদ্যপানের কথা স্বীকার করছেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দেবার্ক এটিকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা সম্পূর্ণ ভ্রান্ত। আমার ধারণা কিছু যান্ত্রিক কারসাজির মাধ্যমে লোকের সামনে উত্থাপন করা হচ্ছে।” তিনি আরও যোগ করেন, “আমি কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নেতা নই। আমার সঙ্গে কলেজের সম্পর্ক শেষ হয়েছে অনেক আগে। আমি ২০১৬ সালে ভর্তি হয়েছিলাম, ২০১৯-এ পাস আউট। এখন চাকরি করছি। এখন যদি পাঁচ বছর পর কেউ যদি সেই বিষয়টা তুলে ধরে, তাহলে বুঝতে হবে গরম বাজারে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমায়।”

দেবার্ক জোর দিয়ে বলেন, তিনি কোনো নেশার সঙ্গে যুক্ত নন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি দৃঢ়ভাবে দাবি করেন, “কে বলছে না বলছে সব আমি জানি।”

‘পাশের পাড়ার নেতা’র দিকে আঙুল

এই ষড়যন্ত্রের পিছনে ‘পাশের পাড়ার নেতা’ জড়িত বলে ইঙ্গিত দেন দেবার্ক। প্রথমে তিনি নাম বলতে না চাইলেও, টিভি নাইন বাংলার প্রতিনিধি তৃণমূল যুব নেতা কোহিনুর মজুমদারের নাম উল্লেখ করে জানতে চাইলে দেবার্ক সরাসরি ‘হ্যাঁ’ বলেন। তিনি অভিযোগ করেন, “এই সব কথা কে বলছে না বলছে আমার জানা। তবে মিথ্যার ভাণ্ডার ফুরিয়ে আসছে। পাশ্ববর্তী এলাকার দাদারা যদি মনে করেন কোনো পাকা ধানে মই দিয়েছি বলে আমায় অপমান করে সরিয়ে দেওয়া যাবে রাজনীতি থেকে। তাহলে সেটা হবে না।”

কোহিনুরের প্রতিক্রিয়া

অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কোহিনুর মজুমদার স্পষ্টতই জানান, তিনি এই বিষয়ে অবগত নন। তিনি বলেন, “আমি এই বিষয়ে জানি না। দেবার্ক সম্পর্কিত বিষয়ে কিছু জানি না। ওঁকে চিনি।”

এই ঘটনা কসবা কাণ্ডের রেশ না কাটতেই রাজ্যের শিক্ষাঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করল। কলেজ চত্বরে মদ্যপান এবং বিধায়ক পুত্রের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। অডিও ক্লিপটির সত্যতা এবং এর পিছনের কারণ অনুসন্ধানে তদন্তের দাবি উঠেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy