বিতর্কের কেন্দ্রে সানা মীর, ‘আজাদ কাশ্মীর’ মন্তব্যের জেরে বিশ্বকাপ প্যানেল থেকে বাদ দেওয়ার দাবি, নীরব ICC-BCCI

আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে ‘আজাদ কাশ্মীর’ (Azad Kashmir) শব্দটি ব্যবহার করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সানা মীর (Sana Mir)। পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচের সময় কমেন্ট্রি করার সময় তিনি পাকিস্তানের ক্রিকেটার নাতালিয়া পারভেজ-এর জন্মস্থান সম্পর্কে মন্তব্য করেন, যা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তোলে।

সানা মীরকে বলতে শোনা যায়, “নাতালিয়া যে কাশ্মীর, আজাদ কাশ্মীর থেকে এসেছে, সে বেশিরভাগ ক্রিকেট লাহোরে খেলে।” উল্লেখ্য, এই অঞ্চলকে ভারত পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর বলে মনে করে।

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সমালোচনার মুখে, সানা মীর তাঁর অফিসিয়াল ‘এক্স’ (আগে টুইটার) হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি লেখেন, “এটা দুর্ভাগ্যজনক যে বিষয়টিকে এতটা বাড়িয়ে তোলা হচ্ছে এবং খেলার সঙ্গে যুক্ত মানুষকে অপ্রয়োজনীয় চাপের মুখে ফেলা হচ্ছে। আমার মন্তব্যের উদ্দেশ্য ছিল শুধুমাত্র একজন খেলোয়াড়ের পাকিস্তানের একটি নির্দিষ্ট অঞ্চল থেকে আসার চ্যালেঞ্জ এবং তার অবিশ্বাস্য যাত্রাকে তুলে ধরা। আমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই, বা কারোর অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না।”

সানা মীর প্রমাণ হিসেবে ইএসপিএন ক্রিকইনফো (ESPNCricinfo)-এর একটি স্ক্রিনশটও শেয়ার করেন এবং দাবি করেন, সেখান থেকেই তিনি তথ্য সংগ্রহ করেছেন। তবে, ভক্তরা তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করেন এবং কেউ কেউ আইসিসি (ICC) ও বিসিসিআই (BCCI)-এর কাছে তাকে কমেন্ট্রি প্যানেল থেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়ার দাবি জানান। এক এক্স ব্যবহারকারী লিখেছেন, “আইসিসি বিশ্বকাপে সানা মীর ধারাভাষ্য করছেন… ‘আজাদ কাশ্মীর’ কী? বিশ্ব মঞ্চে এমন প্রচার গ্রহণযোগ্য নয়। আইসিসি ও বিসিসিআই অবিলম্বে ব্যবস্থা নিক।”

এদিকে, ম্যাচের ফলাফলে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান ১২৯ রানে গুটিয়ে যায়, জবাবে বাংলাদেশের হয়ে রুবিয়া হায়দার ৫৪ রানের ইনিংস খেলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy