তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শুক্রবার রামনাথপূরম জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপিকে (BJP) সরাসরি একহাত নিলেন। রাজ্যের কারুরে পদপিষ্ট হয়ে প্রায় ৪১ জন মানুষের মৃত্যু নিয়ে বিজেপি ‘নোংরা রাজনীতি’ করছে বলে অভিযোগ তুলেছেন তিনি। স্ট্যালিনের দাবি, আসন্ন নির্বাচনকে মাথায় রেখেই বিজেপি এই দুর্ঘটনা নিয়ে দেখনদারী করছে।
মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন,
“বিজেপি দলটাই টিকে আছে অন্যের রক্ত শুষে!”
নির্মলা সীতারামনের সফর নিয়ে কটাক্ষ
গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে টিভিকে (TVK)-প্রধান ‘থলপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে প্রায় ৪১ জনের মৃত্যু হয় এবং ৬০ জন আহত হন। ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মৃতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করতে তামিলনাড়ুতে যান এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্ট্যালিন নির্মলা সীতারামনের এই সফরকে ‘বিজেপির রাজনীতির অঙ্গ’ বলে দাবি করেছেন।
বিপর্যয়ে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, এর আগে রাজ্যে একাধিকবার প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় হলেও কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপি নেতাদের দেখা যায়নি। কিন্তু যখনই নির্বাচনের সময় আসে, বিজেপি এই ধরনের ঘটনাকে হাতিয়ার করে রাজ্যে নিজেদের জমি শক্ত করার চেষ্টা করে।
স্ট্যালিন এদিন বলেন,
“এর আগে তামিলনাড়ুতে যখন তিনটি বড় বিপর্যয় হয়েছিল, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর না দেখা পাওয়া গিয়েছিল, না কোনও রিলিফ এসেছিল!”
তিনি মণিপুর, কুম্ভ মেলা ও গুজরাটের উদাহরণ টেনে বলেন, “যখন মণিপুর জ্বলছিল, কুম্ভ মেলায় মৃত্যু হল, গুজরাটে বিপর্যয় হলো—কোথাও বিজেপি নেতা-মন্ত্রীদের দেখা যায়নি। কিন্তু বছর ঘুরলেই তামিলনাড়ুতে ভোট। তাই বিজেপির কারুর নিয়ে এত আগ্রহ।” স্ট্যালিনের এই মন্তব্য তামিলনাড়ুর রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে।