বিজয়া দশমীর দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকস্তব্ধ মধ্যপ্রদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভয়াবহ ট্র্যাজেডি ঘটল খান্ডোয়া জেলায়। পান্ধানা ব্লকের আলডালা বাঁধের কাছে প্রতিমা-সহ একটি ট্র্যাক্টর-ট্রলি উল্টে যাওয়ায় ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮ জনই নাবালিকা।
এই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ট্র্যাক্টর-ট্রলিটিতে ৩০ জনেরও বেশি মানুষ ছিলেন।
যেভাবে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ আরডালা বাঁধের ব্যাকওয়াটারের কাছে প্রতিমা নিরঞ্জনের ভিড় জমেছিল। নিকটবর্তী গ্রাম থেকে একটি ট্র্যাক্টর-ট্রলিতে করে ৩০ জনেরও বেশি মানুষ প্রতিমা বিসর্জন দিতে আসেন।
দুর্ঘটনার কারণ: ট্রলির চালক সেটিকে ব্যাকওয়াটারের একেবারে মাঝামাঝি রাস্তায় নিয়ে যান। ট্র্যাক্টরের ভার সহ্য করতে না পেরে রাস্তার খানিকটা অংশ ভেঙে যায়, আর সঙ্গে সঙ্গেই ট্র্যাক্টর-ট্রলিটি উল্টে যায় বাঁধের জলে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া: এই ঘটনার পরপরই পাড়ে দাঁড়িয়ে থাকা মহিলা ও শিশুরা চিৎকার শুরু করেন। কয়েকজন তরুণ নদীতে ঝাঁপ দিলেও জলের গভীরতা বেশি থাকায় তাঁরা কাউকে উদ্ধার করতে পারেননি। মুহূর্তের মধ্যে অনেকে জলের তোড়ে ভেসে যান।
পুলিশ ও এসডিআরএফের (SDRF) কাছে খবর যাওয়ার পর বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর শোক ও আর্থিক সাহায্য
ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
এছাড়াও, মুখ্যমন্ত্রী দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার বন্দোবস্ত করতে এবং প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করতে প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়েছেন। জেলা কালেক্টর ঋষভ গুপ্তা ও এসপি মনোজ রাই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধারকাজের তদারকি করছেন। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে।