বার্ধক্য ভাতা ৩২ হাজার’! লোভ দেখিয়ে বৃদ্ধ দম্পতিকে ফাঁদে ফেলল কেপমার, গয়না লুঠ করে বৃদ্ধাকে ফেলে পালাল হাসপাতাল চত্বরে

বার্ধক্য ভাতা বাবদ বছরে ৩২ হাজার টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এক যুবক প্রতারণার ফাঁদ পেতেছিলেন। সেই ফাঁদে পা দিয়ে স্ত্রীকে হারিয়েছিলেন কেতুগ্রামের এক বৃদ্ধ। কাটোয়া থানার পুলিশের দ্রুত পদক্ষেপে অবশেষে সাড়ে পাঁচ ঘণ্টা পর জীবিত অবস্থায় তাঁর স্ত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাটি ঘিরে কাটোয়া শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কেতুগ্রামের মনোহর সর (৭৬) ও তাঁর স্ত্রী রক্ষাময়ী সর (৬৮) মঙ্গলবার সকালে কাটোয়া স্টেশনে নামেন। ৮:৫০ মিনিটের বর্ধমান লোকালের জন্য ৬ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করার সময় এক অচেনা যুবক তাঁদের সঙ্গে আলাপ জমায়।

প্রলোভন ও অপহরণ
যুবকটি নিজেকে সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়ে মনোহর সরকে জানান যে, ৬০ বছরের বেশি বয়স হলে বছরে ৩২ হাজার টাকা বার্ধক্য ভাতা পাওয়া যায়। এর জন্য আবেদন করতে হবে বলে প্রলোভন দেখিয়ে সে বৃদ্ধ দম্পতিকে স্টেশনের বাইরে নিয়ে আসে।

প্রতারণা: কাটোয়া বাসস্ট্যান্ডে বৃদ্ধ মনোহর সরকে বসিয়ে রেখে যুবকটি বৃদ্ধা রক্ষাময়ী সরকে টোটোয় চাপিয়ে শহরের ভিতরে নিয়ে যায়। এরপর থেকেই বৃদ্ধা নিখোঁজ হন।

গয়না লুঠ: উদ্ধার হওয়ার পর রক্ষাময়ী সর জানান, ভাতা পাইয়ে দেওয়ার নাম করে যুবকটি তাঁকে শহরের বিভিন্ন জায়গায় ঘোরায়। একসময় সে বলে, ‘ওজন মাপার জন্য গলার হার, কানের দুল, হাতের বালা খুলে দিতে হবে।’ বৃদ্ধা বিশ্বাস করে খুলে দেন। সেগুলো রুমালে বেঁধে যুবকটি তাঁকে হাসপাতালে ফেলে পালিয়ে যায়।

পুলিশের তৎপরতা ও উদ্ধার
স্ত্রীকে দীর্ঘক্ষণ না ফিরে আসতে দেখে মনোহর সর কাটোয়া থানায় খবর দেন। ঘটনার গুরুত্ব বুঝে কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান শুরু করে। শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয় এবং সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হয়।

অবশেষে দুপুর ১টা নাগাদ হাসপাতাল পুলিশ ক্যাম্প থেকে খবর আসে যে এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বসে আছেন। তাঁকে থানায় নিয়ে আসার পর মনোহর সর তাঁকে নিজের স্ত্রী হিসেবে শনাক্ত করেন।

মনোহর সর বলেন, “স্ত্রীকে জীবিত অবস্থায় ফিরে পেয়েছি, পুলিশের কাছে এর চেয়ে বড় কৃতজ্ঞতা আর কিছু নেই। সকাল থেকে হৃদরোগী স্ত্রীর জন্য ভীষণ চিন্তায় ছিলাম।”

এসডিপিও কাশীনাথ মিস্ত্রী জানান, সরকারি ভাতার মোটা টাকার প্রলোভন দেখিয়ে কেপমার বৃদ্ধাকে নিয়ে গিয়েছিল এবং তাঁর গয়না নিয়ে পালিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ধরতে তদন্ত শুরু হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy