‘বাবরি মসজিদ’ নির্মাণ নিয়ে মামলা খারিজ, হাই কোর্টের রায়ে বেলডাঙায় হুমায়ুন কবীরের পথে আর আইনি কাঁটা নেই

মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চলতে থাকা রাজনৈতিক এবং আইনি উত্তাপের অবসান ঘটল। শুক্রবার কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) স্পষ্ট জানিয়ে দিল যে, এই মামলায় তারা মসজিদ নির্মাণের সিদ্ধান্তে কোনওভাবেই হস্তক্ষেপ করবে না। ফলে, হুমায়ুন কবীরের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথে আইনি দিক থেকে আর কোনও বাধা রইল না।

মামলা হলেও সিদ্ধান্তে অনড় ছিলেন হুমায়ুন:

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করার পর থেকেই হুমায়ুন কবীরের এই সিদ্ধান্তে বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি জানায়। এমনকি তাঁর নিজস্ব দল তৃণমূল কংগ্রেসও এই বিষয়ে আপত্তি তুলেছিল। কিন্তু হুমায়ুন কবীর নিজের সিদ্ধান্তে অনড় থাকার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং তাঁর ‘বাবরি শিলান্যাস’ নিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়।

হাই কোর্টের স্পষ্ট নির্দেশ:

শুক্রবার এই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট জানিয়ে দেয় যে, মসজিদ নির্মাণের সিদ্ধান্তে তারা বাধা দেবে না। আদালত একইসঙ্গে পরিষ্কার করে দিয়েছে যে, পুরো এলাকার নিরাপত্তার দায়ভার রাজ্য সরকারেরই। মুর্শিদাবাদে ইতিমধ্যেই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, প্রয়োজনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাদেরও ব্যবহার করা যেতে পারে। আদালত প্রশাসনকে নির্দেশ দিয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে এবং কোনওরকম অশান্তি এড়াতে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

আদালতের এই রায়ে আইনি দিক থেকে হুমায়ুন কবীরের পরিকল্পনা বাস্তবায়নের পথ কার্যত মসৃণ হয়ে গেল। তবে এই বিতর্কিত বিষয়টি সহজে মিটবে না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। আগামী দিনে বেলডাঙায় হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে রাজনীতির জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy