বাড়ি ফেরার পথেই চরম পরিণতি! স্কুল বাস থেকে নেমে ঘরের পথে মর্মান্তিক মৃত্যু হল ছোট্ট বিনিত যাদবের, শোকের ছায়া পালামুতে!

ঝাড়খণ্ডের পালামু জেলা থেকে এক অত্যন্ত বেদনাদায়ক দুর্ঘটনার খবর সামনে এসেছে। স্কুল বাসের ধাক্কায় এক নিরীহ স্কুলছাত্র পিষে গেল, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে পালামুর চেইনপুর থানা এলাকার শাহপুরে। মৃত ছাত্রটির নাম বিনিত সিং যাদব। সে চেইনপুর থানা এলাকার সেমরটাঁড়ের বাসিন্দা ছিল এবং গ্রেটার এসএলএ পাবলিক স্কুলের এলকেজি (LKG) ক্লাসের ছাত্র ছিল।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
প্রতিদিনের মতো মঙ্গলবারও বিনিত সিং যাদব স্কুল থেকে পড়া শেষে স্কুল বাসে করে বাড়ি ফিরছিল। সেমরটাঁড়ে নিজের বাড়ির কাছে বাস থেকে নামে। বাস থেকে নেমে যখন সে বাড়ির দিকে যাচ্ছিল, ঠিক তখনই ওই স্কুল বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়।

দ্রুততার সঙ্গে পরিবার ও স্থানীয় মানুষজন শিশুটিকে উদ্ধার করে মেদিনীরায় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে ‘মৃত’ ঘোষণা করেন।

মৃত বিনিতের বাবা সন্তোষ সিং যাদব জানান, “বাচ্চা বাস থেকে নেমে বাড়ি আসছিল, তখনই স্কুল বাস ধাক্কা মারে।” এই ঘটনার খবর পেয়ে বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন ও স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় করেন। পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

চেইনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রীরাম শর্মা জানান, যে স্কুলে শিশুটি পড়ত, সেই স্কুলের বাসই তাকে ধাক্কা দিয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীরায় মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy