বাজার সেরে বাড়ি ফেরার পথে চরম পরিণতি! দ্রুতগতির কন্টেনারের ধাক্কায় মৃত্যু, জখম ছেলে; লোচন দাস সেতুতে থমকে গেল যান চলাচল

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। শুক্রবার সকালে মঙ্গলকোটের লোচন দাস সেতুর ওপর এই ঘটনাটি ঘটে। দ্রুতগতির একটি কন্টেনারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক। গুরুতর জখম হয়েছেন বাইকের অন্য আরোহী, যিনি ছিলেন মৃত ব্যক্তির ছেলে। দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম সুনীল কুমার মণ্ডল (৬৯)। তিনি বীরভূমের নানুর থানার কাকুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সুনীলবাবু তাঁর ছেলে বিষ্ণু মণ্ডলকে (নাম আনুমানিক) নিয়ে নতুনহাটে বাজার করতে এসেছিলেন। বাজার সেরে বাইকে করে বাড়ি ফেরার সময় লোচন দাস সেতুর ওপর পিছন দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি কন্টেনার তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে।

কন্টেনারের পিছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সুনীল কুমার মণ্ডলের মৃত্যু হয়। জখম বিষ্ণু মণ্ডলকে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।

মঙ্গলকোট থানার পুলিশ ঘাতক কন্টেনারটিকে বাজেয়াপ্ত করেছে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy