ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীর রেশ কাটতে না কাটতেই বিজেপিকে তাঁদেরই ‘গুরুর’ বার্তা দিয়ে কোণঠাসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সমাজমাধ্যমে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভিডিও শেয়ার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেখানে দেখা যাচ্ছে, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে বসিয়েই ‘রাজধর্ম’ পালনের পাঠ দিচ্ছেন বাজপেয়ী। ভিডিওটি হাতিয়ার করে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক।
তৃণমূল সেনাপতি তাঁর পোস্টে লিখেছেন, “ভারতের সামাজিক পরিবেশকে পরিকল্পিতভাবে বিষিয়ে তোলা হচ্ছে।” তাঁর অভিযোগ, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে দক্ষিণপন্থী শক্তিগুলি আজ বেপরোয়া। ধর্মের নামে ভয় এবং ঘৃণার চাষ করা হচ্ছে। দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ক্রমাগত যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, তাকে ‘অকল্পনীয়’ বলে ব্যাখ্যা করেছেন তিনি। অভিষেকের দাবি, বর্তমানে ‘গভর্ন্যান্স’ বা সুশাসন নেই, যা চলছে তা হলো স্রেফ ‘নৈতিক অবক্ষয়’।
ভিডিওটিতে বাজপেয়ীকে বলতে শোনা যায়, একজন শাসকের কাছে প্রজা বা নাগরিকদের মধ্যে জাতি, ধর্ম বা জন্মের ভিত্তিতে ভেদাভেদ করা উচিত নয়। সেই ভিডিওর রেশ টেনে অভিষেক বোঝাতে চেয়েছেন, বিজেপির আদি আদর্শ থেকে বর্তমান মোদী সরকার কয়েক আলোকবর্ষ দূরে সরে এসেছে। তিনি কড়া ভাষায় লেখেন, “যখন ক্ষমতায় থাকা ব্যক্তিরাই অপরাধী হন এবং হিংসার রক্ষকদের পুরস্কৃত করেন, তখন বিচারহীনতাই সরকারি নীতিতে পরিণত হয়।”
পোস্টের শেষে দেশবাসীর প্রতি একপ্রকার যুদ্ধের ডাক দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আজকের এই পরিস্থিতিতে চুপ করে থাকা মানে অপরাধের শরিক হওয়া। ইতিহাস এই নীরবতাকে ক্ষমা করবে না।” রাজনৈতিক মহলের মতে, ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর জাতীয় স্তরে মোদী বিরোধী লড়াইকে আরও ধারালো করতেই বিজেপির পরম শ্রদ্ধেয় নেতা বাজপেয়ীর বয়ানকে ঢাল হিসেবে ব্যবহার করলেন অভিষেক।