বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে ‘সুপ্রিম’ চড়! গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে চলা আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তি পেল শাসকদল তৃণমূল কংগ্রেস। সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, ভোটার তালিকায় “যৌক্তিক ত্রুটি” বা লজিস্টিক্যাল সমস্যার কারণে যাঁদের নাম বাদ পড়ার তালিকায় রয়েছে, তাঁদের নাম প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে জনসমক্ষে প্রদর্শন করতে হবে। এই রায়কে বিজেপির বিরুদ্ধে বড় জয় হিসেবে দেখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ১ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে বিজেপি যে ‘ষড়যন্ত্র’ করেছিল, সুপ্রিম কোর্টের রায়ে তা ধুলিসাৎ হয়ে গেছে। তিনি বলেন, “বিজেপির স্যার গেম শেষ। সর্বোচ্চ আদালত তাদের গালে কষিয়ে চড় মেরেছে যারা বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিল।” উল্লেখ্য, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে ১ কোটি ‘অনুপ্রবেশকারী’র নাম তালিকা থেকে মোছা হবে, যদিও খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন ক্ষতিগ্রস্ত ভোটাররা তাঁদের বিএলএ (BLA)-এর মাধ্যমে নথি জমা দিতে পারবেন।

অন্যদিকে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, ভোটার তালিকা স্বচ্ছ করা নির্বাচন কমিশনের কাজ এবং সেই প্রক্রিয়া সঠিকভাবে চলছে। তৃণমূল কেবল আদালতে গিয়ে কাজে বাধা সৃষ্টি করছে। এদিকে সুপ্রিম জয়ের পর আগামী ২৭ জানুয়ারি ১০ জনের প্রতিনিধি দল নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী দামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে এই ‘সুপ্রিম’ লড়াই বাংলার রাজনীতিতে নয়া মেরুকরণ তৈরি করল।


🔹 Hindi Version:

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy